এথিমা (Ecthyma) সমস্যায় যে কয়টি ওষুধ রয়েছে সবগুলোর প্রয়োগ লক্ষণ সহ নিম্নে দেওয়া হলো
১. Antimonium-crudum (এন্টিম ক্রুড)
এথিমা:
১. অঙ্গ: উপর অঙ্গসমূহে, নিম্নাঙ্গে।
৩. ধরন: পুঁজবটী, ক্ষতযুক্ত ।
৪. অনুভূতি: কামড়ানো, জ্বালাকর, ব্যথাযুক্ত, স্পর্শকাতরতা।
৫. কারণ: আঁচড়ানোর পর।
৭. চুলকানি: চুলকানিযুক্ত।
৮. যাদের: বৃদ্ধ ব্য্যক্তি।
১০. বৃদ্ধি: ঠান্ডায়, উষ্ণতায়।
১১. হ্রাস: ঠান্ডায়, উষ্ণতায়।
এর সাথে যদি থাকে- স্থুলদেহ এবং জিহ্বার উপর সাদা পুরু লেপ। আহারে অরুচি এবং আহারের পর বমি। বিরক্তি, বিষণœতা ক্রোধ ও ক্রন্দন। গোসল সহ্য হয় না। গোসলে ভয়। তাহলে এটিই হবে এথিমা সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
২. Antimonium-tart (এন্টিম র্টাট)
এথিমা (Ecthyma):
১. অঙ্গ: উপর অঙ্গসমূহে
২. বর্ণ: কাল, বাদামী বর্ণ
৩. ধরন: পুঁজবটী
৪. অনুভূতি: জ্বালাকর, স্পর্শকাতরতা
৬. স্রাব: রক্তস্রাবী
৭. চুলকানি: চুলকানিযুক্ত
৮. যাদের: বৃদ্ধ ব্য্যক্তি
১০. বৃদ্ধি: উষ্ণতায়
১১. হ্রাস: ঠান্ডায়
এর সাথে যদি থাকে- নিদারুণ দুর্বলতা বা নিদ্রালুতার সঙ্গে বুকের মধ্যে ঘড় ঘড় শব্দ ও শ্বাসকষ্ট। মুখমন্ডল নীলাভ ও ঘর্মাক্ত। ক্রুদ্ধভাব ও কোলে উঠতে চাওয়া। টিকা জনিত কুফল। তাহলে এটিই হবে এথিমা (Ecthyma) সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
৩. Anthracinum (এনথ্রাসিনাম)
এথিমা:
৩. ধরন: সাংঘাতিক পুঁজবটী
এর সাথে যদি থাকে- শরীরের যে কোন দ্বার হতে আলকাতরার ন্যায় রক্তক্ষরণ। তাতে অত্যন্তদুর্গন্ধ।
আক্রান্তঅংশ কালো এবং নীলবর্ণ। কীট পতঙ্গ কামড়ালে অনেক ভাল কাজ করে। শবব্যবচ্ছেদ জনিত ক্ষত তা যদি গ্যাংগ্রীনে পরিণত হবার প্রবণতা থাকে। তাহলে এটিই হবে এথিমা (Ecthyma) সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
৪. Apis-Mellifica (এপিস মেলিফিকা)
এথিমা:
১. অঙ্গ: নিম্নাঙ্গে
৩. ধরন: সাংঘাতিক পুঁজবটী
৪. অনুভূতি: স্পর্শকাতরতা, জ্বালাকর, হুলবিদ্ধকর
৫. কারণ: পোকামাকড়ে কামড়
৬. স্রাব: রক্তস্রাব
১০. বৃদ্ধি: উষ্ণতায়
এর সাথে যদি থাকে- মূত্র স্বল্পতা ও মুত্রকষ্ট। জ্বালা ও ফোলা, চোখের নিম্নপাতা ফোলা। স্পর্শকাতরতা ও গরমকাতরতা। সূচীবিদ্ধবৎ বেদনা। পিপাসাহীনতা। তাহলে এটিই হবে এথিমা (Ecthyma) সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
৫. Argentum-Nitricum (আর্জেন্টাম নাইট্রিকাম)
এথিমা (Ecthyma):
৩. ধরন: সিফিলিটিক, ক্ষতযুক্ত
১০. বৃদ্ধি: উষ্ণতায়, ঠান্ডায়
১১. হ্রাস: ঠান্ডায়
এর সাথে যদি থাকে- ব্যস্ত ও ত্রস্তভাব। চিনি বা মিষ্টি খাওয়ার প্রবল ইচ্ছা কিন্তু তা সহ্য হয় না। লবণ খাওয়ার ইচ্ছা। মলের রং পরিবর্তনশীল ও বায়ুনিঃসরণ। কাটা ফোঁটার মত ব্যথা। তাহলে এটিই হবে এথিমা (Ecthyma) সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
৬. Arnica-Montana (আর্নিকা মন্টেনা)
এথিমা:
১. অঙ্গ: উপর অঙ্গসমূহে, নিম্নাঙ্গে
৩. ধরন: স্পর্শকাতরতা, পুঁজবটী, ক্ষতযুক্ত
৪. অনুভূতি: কামড়ানো, ব্যথাযুক্ত, হুলবিদ্ধকর
৫. কারণ: আঁচড়ানোর পর, পোকামাকড়ে কামড়
১০. বৃদ্ধি: ঠান্ডায়, উষ্ণতায়
১১. হ্রাস: ঠান্ডায়, উষ্ণতায়
এর সাথে যদি থাকে- বেদনা, আঘাত জনিত বেদনা এবং রোগজনিত বেদনা। যে কোন বেদনা। স্পর্শকাতরতা ও অস্থিরতা। বিছানা শক্ত মনে হয় কিন্তু অন্যান্য কষ্ট সম্বন্ধে বলে সে ভাল আছে। সজ্ঞানে প্রলাপ ও আতঙ্ক। তাহলে এটিই হবে এথিমা (Ecthyma) সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
৭. Arsenicum-album (আর্সেনিক এল্বাম)
এথিমা:
১. অঙ্গ: উপর অঙ্গসমূহে, নিম্নাঙ্গে
৩. ধরন: পুঁজবটী, সাংঘাতিক পুঁজবটী, সিফিলিটিক, ক্ষতযুক্ত
৪. অনুভূতি: জ্বালাকর, ব্যথাযুক্ত, হুলবিদ্ধকর, স্পর্শকাতরতা
৫. কারণ: আঁচড়ানোর পর, পোকামাকড়ে কামড়
৬. স্রাব: রক্তস্রাব
৭. চুলকানি: চুলকানিযুক্ত
৮. যাদের: বৃদ্ধ ব্য্যক্তি
১০. বৃদ্ধি: ঠান্ডায়
১১. হ্রাস: উষ্ণতায়
এর সাথে যদি থাকে- নিদারুণ দুর্বলতা, অস্থিরতা ও মৃত্যু ভয়। মধ্যদিবা বা মধ্যরাতে বৃদ্ধি কিংবা মধ্যদিবা এবং মধ্যরাতে বৃদ্ধি। প্রবল পিপাসা সত্তে¡ ও ক্ষণে ক্ষণে স্বল্প পানিপান এবং পানিপান মাত্রই বমি। জ্বালা ও দুর্গন্ধ। তাহলে এটিই হবে এথিমা (Ecthyma) সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
৮. Belladona (বেলেডোনা)
এথিমা:
১. অঙ্গ: নিম্নাঙ্গে
২. বর্ণ: লালবর্ণ
৩. ধরন: পুঁজবটী, সাংঘাতিক পুঁজবটী, ক্ষতযুক্ত
৪. অনুভূতি: কামড়ানো, জ্বালাকর, ব্যথাযুক্ত, হুলবিদ্ধকর, স্পর্শকাতরতা
৫. কারণ: পোকামাকড়ে কামড়
৭. চুলকানি: চুলকানিযুক্ত
১০. বৃদ্ধি: ঠান্ডায়, উষ্ণতায়
১১. হ্রাস: ঠান্ডায়, উষ্ণতায়
এর সাথে যদি থাকে- উত্তাপ ও আরক্তিমতা। জ্বালা ও স্পর্শকাতরতা। আকস্মিকতা ও ভীষণতা। ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায়। তাহলে এটিই হবে এথিমা সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
৯. Borax (বোরাক্স)
এথিমা:
৪. অনুভূতি: কামড়ানো
১০. বৃদ্ধি: ঠান্ডায়, উষ্ণতায়
১১. হ্রাস: উষ্ণতায়
এর সাথে যদি থাকে- নিম্নগতিতে আতঙ্ক। শব্দ ভীতি। মুখে ঘা ও চুলে জটা। শিশু পুনঃপুনঃ মুত্রত্যাগ করে, এর পূর্বে চীৎকার। শ্বেতপ্রদর সাদা, প্রচুর, গাঢ়। তাহলে এটিই হবে এথিমা (Ecthyma) সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
১০. Acid-carboneum (এসিড কার্বোলিক)
এথিমা:
৩. ধরন: পুঁজবটী
৪. অনুভূতি: কামড়ানো, জ্বালাকর
১০. বৃদ্ধি: ঠান্ডায়
এর সাথে যদি থাকে- সব রকমের স্রাবে পঁচা গন্ধ। বিশেষতঃ বসন্তও পোড়া ক্ষতের স্রাব। দারুণ যন্ত্রণা, হঠাৎ আসে অল্পক্ষণ থাকে ও হঠাৎ চলে যায়। প্রবল কোষ্ঠবদ্ধতা, মুখ হতে পাকস্থলী পর্যন্তজ্বালা করে, ছোট ছোট মেয়েদের লিউকোরিয়া। মনে করে মাথায় যেন ফিতা বাঁধা আছে শরীর ফ্যাকাশে, ঠান্ডা ঘাম, মদ বা তামাক খাবার প্রবল ইচ্ছা। তাহলে এটিই হবে এথিমা সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
১১. Chamomilla (ক্যামোমিলা)
এথিমা:
৩. ধরন: পুঁজবটী, ক্ষতযুক্ত
৪. অনুভূতি: কামড়ানো, স্পর্শকাতরতা
৫. কারণ: চুলকানিযুক্ত
১০. বৃদ্ধি: ঠান্ডায়, উষ্ণতায়
১১. হ্রাস: ঠান্ডায়, উষ্ণতায়
এর সাথে যদি থাকে- কোপন স্বভাব ও কলহ প্রিয়তা। কোলে উঠে বেড়াতে চাওয়া। ক্রন্দনশীলতা, স্পর্শকাতরতা ও সহ্য শক্তির অভাব। একটি গাল লাল ও গরম, অপরটি ঠান্ডা ও ফ্যাকাসে। তাহলে এটিই হবে এথিমা (Ecthyma)সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
১২. Cicuta virosa (সিকিউটা ভিরোসা)
এথিমা:
৩. ধরন: পুঁজবটী
৪. অনুভূতি: জ্বালাকর, ব্যথাযুক্ত
৫. কারণ: আঁচড়ানোর পর
৭. চুলকানি: চুলকানিযুক্ত
৮. যাদের: বৃদ্ধ ব্য্যক্তি
১০. বৃদ্ধি: ঠান্ডায়
১১. হ্রাস: উষ্ণতায়
এর সাথে যদি থাকে- আক্ষেপ, উর্দ্ধাঙ্গে সূত্রপাত। বুদ্ধিবৃত্তি বা বিচারশক্তির অভাব। সশব্দে হিক্কা।
তাহলে এটিই হবে এথিমা সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
১৩. Crotalus-cascavella (ক্রোটেলাস ক্যাস্কাভেলা)
এথিমা:
২. বর্ণ: লালবর্ণ
৪. অনুভূতি: স্পর্শকাতরতা
এর সাথে যদি থাকে- জরায়ুর স্নায়ুশূল, অতিরজঃ নাসিকা হতে রক্তস্রাব। গলগন্ড ও শিরঃপীড়া।
রোগী অনবরত মৃত্যুর স্বপ্ন দেখে। তাহলে এটিই হবে এথিমা সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
১৪. Croton-tiglium (ক্রোটন টিগলিয়াম)
এথিমা:
৩. ধরন: পুঁজবটী
৪. অনুভূতি: জ্বালাকর
৫. কারণ: চুলকানিযুক্ত
এর সাথে যদি থাকে- তীরের মত ছুটে মল নির্গমন। পর্যায় ক্রমে চর্মরোগ ও উদরাময় বা কাশি।
আকর্ষণবৎ বেদনা। তাহলে এটিই হবে এথিমা সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
১৫. Dulcamara (ডালকামারা)
এথিমা:
১. অঙ্গ: নিম্নাঙ্গে
৩. ধরন: সিফিলিটিক, পুঁজবটী
৪. অনুভূতি: জ্বালাকর, ব্যথাযুক্ত, হুলবিদ্ধকর
৫. কারণ: আঁচড়ানোর পর, চুলকানিযুক্ত
৬. স্রাব: রক্তস্রাব
১০. বৃদ্ধি: ঠান্ডায়, উষ্ণতায়
১১. হ্রাস: ঠান্ডায়, উষ্ণতায়
এর সাথে যদি থাকে- শরৎকালীন অসুস্থতা। ঠান্ডা লেগে প্রস্রাবের বেগ বা শ্লেষ্মার প্রকোপ। উত্তাপে উপশম ও অস্থিরতায় উপশম। ঘর্ম বা চর্মরোগ চাপা দেওয়র কুফল। তাহলে এটিই হবে এথিমা সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
১৬. Hepar-sulphuris (হিপার সালফিউরিস)
এথিমা:
১. অঙ্গ: উপর অঙ্গসমূহে
৩. ধরন: সিফিলিটিক, পুঁজবটী, ক্ষতযুক্ত
৪. অনুভূতি: জ্বালাকর, ব্যথাযুক্ত, হুলবিদ্ধকর, স্পর্শকাতরতা
৫. কারণ: আঁচড়ানোর পর
৬. স্রাব: রক্তস্রাব
৭. চুলকানি: চুলকানিযুক্ত
১০. বৃদ্ধি: ঠান্ডায়
১১. হ্রাস: উষ্ণতায়
এর সাথে যদি থাকে- শীতার্ততা ও স্পর্শকাতরতা। ক্ষিপ্রতা হঠকারীতা। টক ঝাল প্রভৃতি উগ্রদ্রব্য খেতে ইচ্ছা। কাটা ফোটার মত ব্যথা। তাহলে এটিই হবে এথিমা সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
১৭. Hydrastis canadensis (হাইড্রাষ্টিস ক্যানাডেন্সিস)
এথিমা:
২. ধরন: ক্ষতযুক্ত
এর সাথে যদি থাকে- পেটে ক্ষুধা, মুখে অরুচি। গাঢ় চটচটে শ্লেষ্মা স্রাব। হরিদ্রাবর্ণ ও ন্যাবা।
কোষ্ঠকাঠিন্য। তাহলে এটিই হবে এথিমা সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
১৮. Juglans Cinerea (জুগলান্স সিনেরিয়া)
এথিমা:
১. অঙ্গ: নিম্নাঙ্গে
৩. ধরন: পুঁজবটী
৫. কারণ: চুলকানিযুক্ত
এর সাথে যদি থাকে- স্টার্নাম অস্থিতে উর্ধ্বগামী বেদনা, আহারে বৃদ্ধি, হাটলে বৃদ্ধি। মস্তকের পশ্চাৎভাগে তীক্ষè যন্ত্রনা তৎসহ যকৃতের বির্পযয়। দেহের বিষাক্ত পর্দাথ বের হতে না পেরে জন্ডিস ও র্চমরোগের উদ্ভব হয়। পুঁজময় বটিকা ও একজিমা। হাতের ও পায়ের আঙ্গুল ফেটে যায়া। তাহলে এটিই হবে এথিমা সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
১৯. Kali-arsenicosum (কেলি আর্স)
এথিমা:
১. অঙ্গ: উপর অঙ্গসমূহে, নিম্নাঙ্গে
৩. ধরন: পুঁজবটী, ক্ষতযুক্ত
৪. অনুভূতি: জ্বালাকর, ব্যথাযুক্ত,স্পর্শকাতরতা
৫. কারণ: চুলকানিযুক্ত
৬. স্রাব: রক্তস্রাব
১০. বৃদ্ধি: ঠান্ডায়
১১. হ্রাস: উষ্ণতায়
এর সাথে যদি থাকে- জিহ্বায় জ্বালা ও অসাড়তা অনুভব, জিহ্বাটি খুব বড়বোধ। শরীর অত্যন্তখসখসে, দেহটি কংকালসার। গায়ের কাপড় খুললে চুলকানি বাড়ে। ছোট ছোট উদ্ভেদ, ক্রমে পুঁজ বা রস নির্গত হয়ে চটায় পরিণত হয়। ঘামাচির ঔষধ। রোগী ভয়ানক কটুভাষী, বিমর্ষ এবং কলহপ্রিয়। জরায়ুর মুখে উদ্বেদ, উহা দেখতে ফুলকপির মত। হঠাৎ বেদনা হয়। দূর্গন্ধস্রাব নিঃসরণ হয়। তাহলে এটিই হবে এথিমা সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
২০. Kali-bichromicum (ক্যালি বাইক্রোমিকাম)
এথিমা:
১. অঙ্গ: নিম্নাঙ্গে
২. বর্ণ: লালবর্ণ
৩. ধরন: পুঁজবটী, সিফিলিটিক, পুঁজোৎপত্তিকর
৪. অনুভূতি: জ্বালাকর, হুলবিদ্ধকর
৭. চুলকানি: চুলকানিযুক্ত
১১. হ্রাস: উষ্ণতায়
এর সাথে যদি থাকে- পর্যায়ক্রমে বাত ও শ্লেষ্মার প্রকোপ। সুতার মত লম্বা শ্লেষ্মাস্রাব। নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট সময়ে বৃদ্ধি। ভ্রমণশীল বেদনা। তাহলে এটিই হবে এথিমা সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
২১. Kali-bromatum (কেলি ব্রোমেটাম)
এথিমা:
১. অঙ্গ: উপর অঙ্গসমূহে, নিম্নাঙ্গে
৩. ধরন: পুঁজবটী
৭. চুলকানি: চুলকানিযুক্ত
১০. বৃদ্ধি: উষ্ণতায়
এর সাথে যদি থাকে-স্মৃতিশক্তিহীনতা, রজনীভীতি,অদম্য রোদনের আবেশ। সহজে ভুলে যায়, কপালে ভারবোধসহ বধিরতা। যৌবনে অনেকের মুখে একপ্রকার ব্রণ বা স্ফোটক বের হয়। তোৎলা কথা বলে এবং অতি ধীরে কথা বলে, স্নায়ুপ্রধান এবং অস্থির। তাহলে এটিই হবে এথিমা সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
২২. Kali-iodatum (ক্যালি আয়োডেঁটাম)
এথিমা:
২. বর্ণ: জ্বালাকর
৩. ধরন: পুঁজবটী, সিফিলিটিক
৭. চুলকানি: চুলকানিযুক্ত
এর সাথে যদি থাকে-রোগী মুক্ত হাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে, মুক্ত বাতাস চায় কিন্তু গরম খাদ্য ও পানীয় পছন্দ করে। রোগীর থাইরয়েড গ্রন্থি দ্রæত বর্ধিত ও স্ফীত হয়, উহাতে বেদনা ও স্পর্শ কাতরতা থাকে। গলার ভিতর উপদংশ দুষ্ট ক্ষত হয়। রোগী অত্যন্তবাকপটু, রহস্য প্রিয় কিন্তু অতিশয় বদরাগী, নিষ্ঠুর ও গোয়ার। শরীরের নানা স্থানে শক্ত, শরীর গরম, গø্যান্ড বড় শক্ত। তাহলে এটিই হবে এথিমা সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
২৩. reosotu (ক্রিয়োজোটাম)
এথিমা (Ecthyma)
২. বর্ণ: নিম্নাঙ্গে
৩. ধরন: পুঁজবটী, সিফিলিটিক, ক্ষতযুক্ত
৪. অনুভূতি: জ্বালাকর, স্পর্শকাতরতা
৭. চুলকানি: চুলকানিযুক্ত
১০. বৃদ্ধি: ঠান্ডায়
১১. হ্রাস: উষ্ণতায়
এর সাথে যদি থাকে- ক্ষতকর স্রাব। জ্বালা। দুর্গন্ধ। রক্তস্রাব ও অসাড়ে প্রস্রাব। অতুষ্টি যাহা চায় তাহা দিলে তা ছুড়ে ফেলে। তাহলে এটিই হবে এথিমা সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
২৪. Lachesis (ল্যাকেসিস)
এথিমা (Ecthyma)
১. অঙ্গ: উপর অঙ্গসমূহে, নিম্নাঙ্গে
২. বর্ণ:কাল
৩. ধরন: পুঁজবটী, সাংঘাতিক পুঁজবটী, সিফিলিটিক, ক্ষতযুক্ত
৪. অনুভূতি: কামড়ানো, জ্বালাকর, ব্যথাযুক্ত, হুলবিদ্ধকর, স্পর্শকাতরতা
৫. কারণ: আঁচড়ানোর পর, পোকামাকড়ে কামড়
৬. স্রাব: রক্তস্রাব
৭. চুলকানি: চুলকানিযুক্ত
১০. বৃদ্ধি: উষ্ণতায়
১১. হ্রাস: ঠান্ডায়, উষ্ণতায়
এর সাথে যদি থাকে- নিদ্রায় বৃদ্ধি। ঈর্ষা স্পর্শকাতরতা ও বাচালতা। বাম অঙ্গে রোগাক্রমণ বা প্রথমে বামদিকে পরে ডান দিকে। নির্গমণে নিবৃত্তি। তাহলে এটিই হবে এথিমা সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
২৫. Lycopodium (লাইকোপডিয়াম)
এথিমা:
১. অঙ্গ: উপর অঙ্গসমূহে, নিম্নাঙ্গে
৩. ধরন: সিফিলিটিক, ক্ষতযুক্ত
৪. অনুভূতি: কামড়ানো, জ্বালাকর, ব্যথাযুক্ত, হুলবিদ্ধকর, স্পর্শকাতরতা
৫. কারণ: আঁচড়ানোর পর
৬. স্রাব: রক্তস্রাব
৭. চুলকানি: চুলকানিযুক্ত
৮. যাদের: অল্পবয়স্কদের, বৃদ্ধ ব্য্যক্তি
১০. বৃদ্ধি: ঠান্ডায়, উষ্ণতায়
১১. হ্রাস: ঠান্ডায়, উষ্ণতায়
এর সাথে যদি থাকে- দক্ষিণাঙ্গে রোগক্রমণ বা প্রথমে দক্ষিণাঙ্গে ও পরে বামাঙ্গে আক্রমণ। গরম খাবার স্পৃহা ও বায়ুর প্রকোপ। ভীরুতা, কৃপণতা ও নিঃসঙ্গ প্রিয়তা। অল্প খেয়ে ক্ষুধা মিটে যায়। সকল ক্ষেত্রে অ¤øস্বাদ। তলপেটে বায়ু জমে উর্দ্ধভাগশীর্ণ নিম্নাংশ স্থূল। তাহলে এটিই হবে এথিমা সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
২৬. Mercurius vivus (M.S)(মার্ক-সল)
এথিমা:
১. অঙ্গ: উপর অঙ্গসমূহে, নিম্নাঙ্গে
২. বর্ণ:লালবর্ণ
৩. ধরন: পুঁজবটী, সিফিলিটিক, ক্ষতযুক্ত
৪. অনুভূতি: কামড়ানো, জ্বালাকর, ব্যথাযুক্ত, হুলবিদ্ধকর, স্পর্শকাতরতা
৫. কারণ: আঁচড়ানোর পর
৬. স্রাব: রক্তস্রাব
৭. চুলকানি: চুলকানিযুক্ত
১০. বৃদ্ধি: ঠান্ডায়, উষ্ণতায়
১১. হ্রাস: ঠান্ডায়, উষ্ণতায়
এর সাথে যদি থাকে- অতিরিক্ত ঘর্ম, অতিরিক্ত লালা নিঃসরণ ও অতিরিক্ত পিপাসা। জিহ্বা পুরু ও দাঁতের ছাপ যুক্ত। দুর্গন্ধ ও ডান পার্শ্বে চেপে শুতে অসুবিধা। উভয় কাতরতা। রাত্রে বৃদ্ধি, শয্যার উত্তাপে বৃদ্ধি, ঘর্মাবস্থায় বৃদ্ধি। তাহলে এটিই হবে এথিমা সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
২৭. Nitricum Acid (নাইট্রিকাম এসিড)
এথিমা:
১. অঙ্গ: উপর অঙ্গসমূহে, নিম্নাঙ্গে,
৩. ধরন: পুঁজবটী, সিফিলিটিক, ক্ষতযুক্ত, পুঁজোৎপত্তিকর
৪. অনুভূতি: জ্বালাকর
৫. কারণ: আঁচড়ানোর পর
৬. স্রাব: রক্তস্রাব
৭. চুলকানি: চুলকানিযুক্ত
৮. যাদের: বৃদ্ধ ব্য্যক্তি
১০. বৃদ্ধি: ঠান্ডায়
১১. হ্রাস: ঠান্ডায়, উষ্ণতায়
এর সাথে যদি থাকে- স্রাবে দূর্গন্ধ, বিশেষতঃ প্রস্রাবে। শ্লৈষ্মিক ঝিল্লিও চর্মের সন্ধিস্থলে ক্ষত বা ফেঁটে যাওয়া। কাটা ফোঁটার মত ব্যথা। গাড়ীতে চড়ে বেড়ালে উপশম, দুধে বৃদ্ধি। তাহলে এটিই হবে এথিমা সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
২৮. Nux-juglans (নাক্স-জগলান্স)
এথিমা:
১. অঙ্গ: উপর অঙ্গসমূহে
২. বর্ণ: লালবর্ণ
৩. ধরন: পুঁজবটী
৭. চুলকানি: চুলকানিযুক্ত
এর সাথে যদি থাকে- বয়োব্রণ,দুগ্ধ পীড়কা, আরক্ত ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজপূর্ণ উদ্ভেদ। মস্তকের বিশৃঙ্খলা; মস্তক যেন বায়ুতে ভাসমান রহিয়াছে এরূপ অনুভব। যথা সময়ের পুর্বে, কৃঞ্চবর্ণ, আলকাতরার সরের ন্যায় সংযত খন্ড বিশিষ্ট ঋতুস্রাব। মস্তক ত্বকের আরক্ততা এবং রাত্রে উহার ভয়ানক চুলকানী। তাহলে এটিই হবে এথিমা সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
২৯. Petroleum (পেট্রোলিয়াম)
এথিমা:
১. অঙ্গ: উপর অঙ্গসমূহে, নিম্নাঙ্গে
৩. ধরন: পুঁজবটী, সিফিলিটিক, ক্ষতযুক্ত
৪. অনুভূতি: কামড়ানো, জ্বালাকর, ব্যথাযুক্ত, স্পর্শকাতরতা
৫. কারণ: আঁচড়ানোর পর
৬. স্রাব: রক্তস্রাব
৭. চুলকানি: চুলকানিযুক্ত
১০. বৃদ্ধি: ঠান্ডায়
১১. হ্রাস: ঠান্ডায়, উষ্ণতায়
এর সাথে যদি থাকে- প্রত্যেক শীতকালে আঙ্গুল গুলি ফেঁটে যায় ও পায়ে দুর্গন্ধযুক্ত ঘাম দেখা দেয়। গাড়ী বা নৌকা চড়ে বেড়াতে পারে না। পেটব্যথা খেলে উপশম। উদরাময় দিবাভাগে বৃদ্ধি। তাহলে এটিই হবে এথিমা সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
৩০. Rhus-tox (রাসটক্স)
এথিমা (Ecthyma)
১. অঙ্গ: উপর অঙ্গসমূহে, নিম্নাঙ্গে
২. বর্ণ:কাল
৩. ধরন: পুঁজবটী, সাংঘাতিক পুঁজবটী, সিফিলিটিক, ক্ষতযুক্ত
৪. অনুভূতি: কামড়ানো, জ্বালাকর, ব্যথাযুক্ত, হুলবিদ্ধকর, স্পর্শকাতরতা
৫. কারণ: আঁচড়ানোর পর
৭. চুলকানি: চুলকানিযুক্ত
১০. বৃদ্ধি: ঠান্ডায়
১১. হ্রাস: উষ্ণতায়
১২. একক লক্ষণ: আমাশয়ের সাথে পর্যায়ক্রমে
এর সাথে যদি থাকে- বর্ষায় বৃদ্ধি ও বিশ্রামে বৃদ্ধি। অঙ্গ প্রত্যঙ্গে কামড়ানি ও অস্থিরতা। অস্থিরতায় উপশম, উত্তাপে উপশম। জিহ্বায় অগ্রভাগ ত্রিকোণ লাল বর্ণ ও জ্বরের শীত অবস্থায় কাশি। তাহলে এটিই হবে এথিমা সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
৩১. Secale cornutum (সিকেলকর)
এথিমা:
১. অঙ্গ: নিম্নাঙ্গে
৩. ধরন: পুঁজবটী, সাংঘাতিক পুঁজবটী
৪. অনুভূতি: স্পর্শকাতরতা
৮. যাদের: বৃদ্ধ ব্য্যক্তি
১০. বৃদ্ধি: উষ্ণতায়
১১. হ্রাস: ঠান্ডায়
এর সাথে যদি থাকে- জ্বালা ও গরম কাতরতা। রক্তস্রাব ও আক্ষেপ। জরায়ুর শিথিলতা ও মলদ্বারের শিথিলতা। রাক্ষুসে ক্ষুধা ও অদম্য পিপাসা। তাহলে এটিই হবে এথিমা সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
৩২. Silicea Terra (সাইলেসিয়া টেরা)
এথিমা (Ecthyma):
১. অঙ্গ: উপর অঙ্গসমূহে, নিম্নাঙ্গে
৩. ধরন: পুঁজবটী, সাংঘাতিক পুঁজবটী, সিফিলিটিক, ক্ষতযুক্ত, পুঁজোৎপত্তিকর
৪. অনুভূতি: কামড়ানো, জ্বালাকর, ব্যথাযুক্ত, হুলবিদ্ধকর, স্পর্শকাতরতা
৫. কারণ: আঁচড়ানোর পর
৭. চুলকানি: চুলকানিযুক্ত
১০. বৃদ্ধি: ঠান্ডায়
১১. হ্রাস: উষ্ণতায়
এর সাথে যদি থাকে- দৃঢ়তার অভাব ও শীতার্ততা, কোষ্ঠবদ্ধতা। মাথার এবং পায়ের তলায় দুর্গন্ধ ঘাম বা বাধাপ্রাপ্ত ঘামের কুফল। উত্তাপে উপশম এবং অমাবস্যায় ও পূর্ণিমায় বৃদ্ধি। টিকাজনিত কুফল।
তাহলে এটিই হবে এথিমা সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
৩৩. Staphisagria (স্ট্যাফিস্যাগ্রিয়)
এথিমা:
১. অঙ্গ: নিম্নাঙ্গে
৩. ধরন: পুঁজবটী, সিফিলিটিক
৪. অনুভূতি: জ্বালাকর, হুলবিদ্ধকর, স্পর্শকাতরতা
৫. কারণ: আঁচড়ানোর পর
৭. চুলকানি: চুলকানিযুক্ত
১০. বৃদ্ধি: ঠান্ডায়, উষ্ণতায়
১১. হ্রাস: উষ্ণতায়
এর সাথে যদি থাকে- কামভাবের প্রাবল্য এবং তাহার কুফল। অতিরিক্ত ক্রোধ এবং তাহার কুফল। সঙ্গম বা সহবাস জনিত মূত্রকষ্ট বা শ্বাসকষ্ট। চক্ষে অঞ্জনি ও দাঁতে পোকা। অতিরিক্ত হস্তমৈথুন। অস্ত্রপচারের কুফল। যৌন বিষয় সম্বন্ধে অনবরত চর্চা করে থাকে। তাহলে এটিই হবে এথিমা সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
৩৪. Sulphur (সালফার)
এথিমা (Ecthyma):
১. অঙ্গ: উপর অঙ্গসমূহে, নিম্নাঙ্গে
৩. ধরন: পুঁজবটী, ক্ষতযুক্ত
৪. অনুভূতি: কামড়ানো, জ্বালাকর, ব্যথাযুক্ত, হুলবিদ্ধকর, স্পর্শকাতরতা
৫. কারণ: আঁচড়ানোর পর
৬. স্রাব: রক্তস্রাব
৭. চুলকানি: চুলকানিযুক্ত
৮. যাদের: বৃদ্ধ ব্য্যক্তি
১০. বৃদ্ধি: ঠান্ডায়, উষ্ণতায়
১১. হ্রাস: ঠান্ডায়, উষ্ণতায়
এর সাথে যদি থাকে- অপরিস্কার ও অপরিচ্ছন্নতা। প্রাতঃকালে মলত্যাগ ও মধ্যাহ্নক্ষুধা। স্নানে অনিচ্ছা, দুগ্ধে অরুচি। ব্রহ্মতালূ হাতের তালূ ও পায়ের তলায় উত্তাপ বা জ্বালা। সকল রন্দ্রপথ লাল।
তাহলে এটিই হবে এথিমা সমস্যায় অতি কৃতকার্য্য ওষুধ।
এথিমার (ecthyma) গোডাউন
এথিমা:
১. অঙ্গ: উপর অঙ্গসমূহে, নিম্নাঙ্গে,
২. বর্ণ: লালবর্ণ, কাল, বাদামী বর্ণ,
৩. ধরন: পুঁজবটী, সাংঘাতিক পুঁজবটী, সিফিলিটিক, ক্ষতযুক্ত, পুঁজোৎপত্তিকর,
৪. অনুভূতি: কামড়ানো, জ্বালাকর, ব্যথাযুক্ত, হুলবিদ্ধকর, স্পর্শকাতরতা,
৫. কারণ: আঁচড়ানোর পর, পোকামাকড়ে কামড়,
৬. স্রাব: রক্তস্রাব,
৭. চুলকানি: চুলকানিযুক্ত,
৮. যাদের: অল্পবয়স্কদের, বৃদ্ধ ব্য্যক্তি,
৯. বৃদ্ধি: উক্তাপে, ঠান্ডায়, উষ্ণতায়,
১০. হ্রাস: ঠান্ডায়, উষ্ণতায়,