এক কথায় হোমিওপ্যাথি মেডিসিন গুলা
1.হাটুর প্যাটেলার স্থান চ্যুতিতে-Cannabis Sativa.
2.যে কোন আঘাতজনাত থ্যাতলানো ব্যথায়-Arnica Mont.
3.মাথায় আঘাতজনিত Complecation-Natrum Sulp.
4.হস্তমৈথুনের কুফল-Argent Met.
5.গায়ক ও বক্তাদের গলাধরা-Argent Met.
6.পুষ্টিকর আহারাভাবে কোনও পীড়ার উৎপত্তি-Argent Met.
7.মিষ্টিজ জাতীয় খাবার খেয়ে অসুস্থতা-Argent Nit.
8.ধুমপায়ীদের কাশি-Argent Nit.
9.আঘাত লাগিয়া সমুদয় পীড়া-তাহা বেদনা হউক ,মূর্চ্ছা হউক ,অচৈতন্য হউক ,তড়কা হউক ,গর্ভপাত হউক- আর্ণিকা উপযোগী।
10. Calendula-আঘাতের জন্য চামড়া কিম্বা মাংস কাটিয়া বা ফাটিয়া যাইলে ইহার অভ্যন্তরিক ও বাহ্যিক প্রয়োগ বিধেয়।
11.Symphytum-হাতে আঘাত বা হাড় ভাঙিয়া যাইলে উপযোগী।
12.যে কোন স্থানে আঘাত লেগে বা থেৎলে গিয়ে স্পষ্ট কালচে দাগ (Echymosis) থাকলে Arnica.
13.বহুদিন পূর্বে হইলেও কোন স্থান মচকাইয়া যাইবার নিমিত্ত বেদনা থাকিলে উপকারী-এমন মিউর।
14.Belis Perinis-নিম্নশক্তি ,অনেক চিকিত্সক বলেন আঘাতলাগা এবং কোনও স্থানে মচকাইয়া থেৎলাইয়া যাওয়ার নিমিত্ত বেদনায় ইহা-আর্ণিকা অপেক্ষায়ও উৎকৃষ্ট ঔষধ।
15.প্রসবের পর ভ্যাদাল ব্যথায় ও রক্তস্রাব নিবারণে- Arnica.
এক কথায় হোমিওপ্যাথি মেডিসিন
16.মস্তকে আঘাত (Concussion) Arnica -য় উপকার না হইলে পরে-Heleborous.
17.কয়লার ধুম আটকান আঁতুড়ঘরে দরজা জানালা বন্ধ রাখিয়া তাহার মধ্যে কাঠের কয়লার আগুন জ্বালাইলে সেই আগুনের ধোঁয়ায় যে কাব্বলিক এসিড-গ্যাস প্রস্তুত হয় ,পোয়াতিও শিশু তাহা নিশ্বাস দ্বারা গ্রহণ করিলে অনেক সময় অজ্ঞান হইয়া পড়ে এবং মারাত্মক হয়-ইহাতে Arnica ,Bovista ,Opium-তিনটিই উত্তম ঔষধ।
18.Arsenic-শব-ব্যবচ্ছেদকালীন অস্ত্র দ্বারা কাটিয়া যাওয়া অথবা কার্ব্বঙ্কলের রক্তদোষ এবং বিষাক্ত পতঙ্গাদির দংশনে বিশেষ ফলদায়ক।
19.Arsenic Iodatum-সবিরাম জ্বর কুইনাইন দ্বারা চিকিৎসিত হইবার পর প্লীহার বিবর্ধন।
20.কোন প্রকার প্রবল উত্তেজনা অথবা হস্তমৈথুনাদির দ্বারা শুক্রক্ষয় করিয়া মৃগী রোগগ্রস্থ হওয়া ইত্যাদিতে- Artemisia Vulgaris.
এক কথায় হোমিওপ্যাথি মেডিসিন গুলার সংক্ষিপ্ত বিবরণ
২১. আঘাত লাগিলেই অনেকেই প্রথমে আর্ণিকা ব্যবস্থা করেন ,আর্টিমিসিয়া কেবলমাত্র চক্ষুতে আঘাত লাগিবার ও তজ্জনিত উপসর্গের ভাল ঔষধ (Internal ও। External Use)।
২২. গম্মীপীড়া কিম্বা পারদ সেবনজনিত কোনও অস্থিতে ক্ষত হইলে বিশেষতঃ Tibia-অস্থিতে ক্ষত হইলে সেই ক্ষতে ভয়ানক দপদপানি ও প্রস্রাবে দুর্গন্ধ থাকিলে- Asafeotifa-উপকারী।পারদ অপব্যবহারজনিত অন্যান্য স্থানের ক্ষতে যেমন- Hepar ,Nitric,Asafiti da,Aurum, Angustura-উপকারী।
২৩. Aurum Met-পারদের অপব্যবহার জনিত সর্ব্ববিধ পীড়া ,অস্থির বিশেষতঃ নাসিকা অস্থির ক্ষত ,হাড় ও পেরিয়স্টিয়ামে ভয়ানক বেদনা,জীবনে হতাশ ,অবসাদ ,আত্নাহত্যার ইচ্ছা,উপদংশ।
২৪. প্রেমে নিরাশ কিম্বা দুঃখিত হইয়া পীড়া- Ignasea,Aurum Met.
২৫. চুন খেয়ে জিহ্বা পুড়ে গেলে-Cousticum.
২৬. ঠান্ডা লেগে সমস্ত পীড়া হয়,তার মধ্যে ২/১ টী পীড়ায় ও শরীরের কোনও স্থানের বীচি ফুললে অর্থাৎ গ্ল্যান্ডের প্রদাহ হলে Badiaga.
২৭. যুবকগণ অসৎ উপায়ে বীর্য নষ্ট করিয়া ডিসপেপসিয়ায় আক্রান্ত তৎসহ বুক ধড়ফড়ানিতে-Baryta Carb.
২৮. একটু ঠান্ডাতে,ঠান্ডা বাতাসে ,মাথায় কোনও আবরণ না থাকিলে ,এমনকী চুল কাটিলেও ঠান্ডা লাগে-Belladona.
২৯. পায়ে ঠান্ডা লেগে পীড়া-Sili ,Coni ,Cuprum.
৩০. দাঁত তুলিবার পর হইতে রক্তস্রাব-Bovis ta,Hemamelis.
৩১.ইন্দ্রিয়সেবাজনিত কোনও পীড়ায়-Cal.Carb, Lyco,Nux,Sulp-ই উপকারী।
৩২.আঘাত লাগিয়া স্নায়ু আহত হইলে এবং আঙুল চিমটাইয়া বেদনা হইলে-Hypericum.
৩৩.ধারালো অস্ত্রে কাঁটা ও সার্জারির কুফলে-Staphy.
৩৪.ছুরি কিম্বা কোনও ধারালো অস্ত্রে কাটিয়া যাইলে এবং পিন ,পেরেক প্রভৃতি ফুটিয়া বেদনা হইলেও সেই বেদনা আর্ণিকায় কিছুমাত্র উপশমিত না হইলে-লিডামে উপকার হয়।
৩৫.প্রেমে ব্যর্থতার কুফলে কোন পীড়া-Ignasea ,Nat.Mure.
৩৬.আগুনে পুড়ে যাওয়া হেতু জ্বালা-Cantharis Vesicularis.
৩৭.বহুদিনের মদ্যপানের অভ্যাস সম্প্রতি পরিত্যাগ করিয়াছে ,তাহাদের পীড়ায়-Capsicum.
৩৮.*অপরিমিত সুরাপানাদি হইতে-ডিসপেপসিয়া- *বহুদিন পূর্বের আঘাতের কুফল- *সবিরাম জ্বরে কুইনাইন এবং পারদ ; লবণ ,লোণামাছ ,মাংস ,চর্বি ইত্যাদি অযথা অপব্যবহার করিয়া কোনও নতুন পীড়ার আর্বিভাব- *শরীরস্থ কোন রস ,রক্ত বা তরল পদার্থের ক্ষয়হেতু জীবনীশক্তির হ্রাস- —–এই সকল সমস্যায় : Carbo Veg.
৩৯.যাহারা অমিতাচারিতা দোষে অর্থাৎ মদ্যপান ;রাত্রিজাগরণ ,লাম্পট্য ইত্যাদির দ্বারা ক্রমশঃ অজীর্ণ রোগাক্রান্ত হইয়াছে তাহাদের পীড়ায়-Nux ও Carbo Veg-উভয়ই উপযোগী।Nux-এ কোন উপকার না হলে Carbo-Veg প্রযোজ্য।
এক কথায় হোমিওপ্যাথি মেডিসিন গুলার সংক্ষিপ্ত বিবরণ
৪০.হামরোগের কিম্বা শৈশবস্থায় হুপিং কাশির পর হইতে এই পীড়ার সূত্রপাত হইলে-Carbo-Veg -উপকারী।
৪১.কোন কঠিন পীড়ার পর কিম্বা প্রসবের পর মাথার চুল উঠিয়া যাওয়া-Carbo-Veg.
৪২.পুরাতন শোক ,অনিদ্রা ,রাত্রিজাগরণ ,হঠাৎ ভয় ,আনন্দ ,ক্রোধ ও সুপ্ত চর্ম্মপীড়াজনিত কোনও পীড়ার উৎপত্তি-Causticum.
৪৩.পুড়িয়া যাইবার ক্ষত চিহ্নে পুনরায় বেদনা হয় ও পাকে- রোগী বলে পুড়িয়া যাইবার পর হইতে তাহার শরীর একদিনও ভাল হইতেছে না-Causticum.
৪৪.অত্যন্ত ঠান্ডা লাগিয়া পক্ষাঘাত ,টাইফয়েড বা ডিপথেরিয়া প্রভৃতি পীড়ার পর হইতে ধীরে ধীরে পক্ষাঘাত উৎপন্ন-Causticum.
৪৫.কুইনাইন সেবন করিয়া কানে ভো ভো শব্দ হইতে থাকিলে-Cedron- এ তাহা নিবারণ হয়।
৪৬.কোন বেদনা-যন্ত্রণার জন্য অতিরিক্ত মফিয়া ইনজেকশন ও আফিং সেবন করিয়া অন্য পীড়ার উৎপত্তি- Camo.
৪৭.যাহারা নেশা করে,মদ্যপানাসক্ত তাঁহাদের পীড়ায়- Chloral Hydrate.
৪৯.*ক্রিমিদোষজনিত আক্ষেপ- *প্রসবান্তিক আক্ষেপ ,ধনুষ্টঙ্কার ,খিচুনি ,কোরিয়া ,মুখ দিয়া রক্তাক্ত ফেনা নির্গমনসহ আক্ষেপ ইত্যাদি যে কোন পীড়াই হোক না কেন যদি তাহাতে রোগী সম্পূর্ণ অজ্ঞান থাকে-Cicuta.
৫০.Cincona-নানা প্রকার স্রাব নিঃসরণ বশতঃ ক্রমশঃ জরা-জীর্ণ হইয়া পড়িয়াছে,সিঙ্কোনা তাহাদের শরীরে অমৃতবৎ কার্য করে (অতিরিক্ত রক্তস্রাব কিম্বা শরীরস্থ কোনও তরল পদার্থের অধিক পরিমাণ ক্ষয়হেতু দুর্বলতায়-China).
৫১.ফল আদৌ সহ্য হয়না ,ফল খাইলেই অজীর্ণ উদরাময়- China.
৫২.অধিক পরিমাণে কুইনাইন সেবন করিয়া কেহ চক্ষুতে অন্ধকার দেখিলে কিম্বা সম্পূর্ণ দৃষ্টিহীন হইলেও-চায়না উপকারী।
৫৩.মুখ দিয়া লালা পড়ে ,পারদ সেবনের কুফলজনিত এই প্রকার লালা পড়া বহু পুরাতন হইলেও-চায়নায় আরোগ্য হয়।
৫৪.দেহের তেজষ্কর তরল পদার্থের স্রাবে সিঙ্কোনা অপব্যবহার করিয়া কোনও পুরাতন পীড়া হইলে- ভিরেট্রাম-এলব।
৫৫.হঠাৎ জোরে পড়িয়া আঘাত লাগিয়া কিম্বা কোনও ভারীদ্রব্য উত্তোলনের নিমিত্ত অধিক পরিমাণে উজ্জ্বল লালবর্ণের রক্তস্রাব আঁতুড়ঘরে পোয়াতির কোনও ভারীদ্রব্য উত্তোলনের নিমিত্ত রক্তস্রাব- Cinniamonum.
৫৬.হাতের কব্জিতে আঘাত বা মচকাইয়া যাওয়ার জন্য বেদনা-Cistus.
৫৭.প্রমেহস্রাব কোন কারণে বন্ধ হইয়া কিম্বা ঠান্ডা লাগিয়া অন্ডকোষের প্রদাহ ও ফোলা স্থান পাথরের মত অত্যন্ত শক্ত-Clematis Erecta.
৫৮.ঠান্ডা লাগিয়া কিম্বা গম্মীপীড়ার কারণে আইরাইটীস হইলে-ক্লিমেটিস উপকারী।
৫৯.নৌকায় ,জাহাজে বা গাড়িতে চড়িলেই যাহার অসুস্থ হয়-Cocculus Indica.
৬০.মানসিক উত্তেজনা ,রাত্রি জাগরণ কিম্বা অন্যকোন কারণজনিত অনিদ্রাহেতু পীড়া-Cocculus Indicas.
৬১.অতিরিক্ত অধ্যয়ন ,পরিশ্রম কিম্বা উচ্চ আশায় নিরাশ হইয়া পীড়া-Cocculus Indicas.
৬২.হঠাৎ শোক ,দুঃখ ,উদ্বেগ ,আনন্দ ও তাঁহার কুফলে কোনও পীড়ার উৎপত্তি-Coffea Cruda.
৬৩.স্ত্রীলোকের গর্ভাবস্থায় পেটে ভ্রূণ (Foetus)- জোরে নড়াচড়ার নিমিত্ত অত্যন্ত কষ্ট হইতে থাকিলে ক্রোকাসে তাহা নিবারিত হয়।
৬৪.হাম ,বসন্ত ইত্যাদির উদ্ভেদ (গুটি) বসিয়া যাওয়া জনিত পীড়া-কুপ্রম।
৬৫.হাম ,বসন্ত ইত্যাদি পীড়ার পর শোথরোগ-Digitali s.
৬৬.ঠান্ডা লাগিয়া যে সমস্ত পীড়া হয় তাহাতে উপযোগী/ ভিজা সেৎসেতে কিম্বা ঠান্ডাস্থানে বাস করিয়া কোনও তরুণ পীড়ার উৎপত্তি-Dulcamara.
৬৭.হস্তমৈথুনের কুফলজনিত ধ্বজভঙ্গ ,একটুমাত্র চঞ্চল হইলেই শুক্রক্ষরণ হয়-Conium Maculatum.
৬৮.ভালবাসা মনে চাপিয়া রাখিয়া পীড়া-Conium Maculatum.
৬৯.ঠান্ডা লাগিয়া ,উদ্ভেদ বসিয়া গিয়া ঘর্ম বন্ধ হইয়া শোথ।বয়স্ক বালকদের ঠান্ডা জলে খালিপায়ে বেড়াইয়া সর্দ্দিলাগা হেতু প্রস্রাব বন্ধ। গরমের পর ঠান্ডা পড়িয়া ,বর্ষা ঋতুতে কিম্বা ভিজা সেৎসেতে স্থানে থাকিয়া উদরাময়-Dulcamara.
৭০.ঠান্ডা লাগিয়া পক্ষাঘাত-Dulcamara ,R.T.,Cousticum.
৭১.এপোপ্লেক্সি হইয়া পক্ষাঘাত হইলে-Cousticum.
৭২.ঠান্ডা লাগিয়া পীড়ার উৎপত্তি ব্যারাইটা কার্বেও আছে। ।
৭৩.শরীরের কোন স্থান কিছুতে কাটিয়া যাইলে সেই কাটা স্থানে ফেরাম-ফস্ 2x -বিচূর্ণ ছড়াইয়া বাঁধিয়া দিলে রক্তস্রাব বন্ধ হইয়া যায় ,আহত স্থানে ঘা হয় না।
৭৪.কুইনাইন সেবন করিয়া কেহ কালা হইয়া যাইলে-Gels- উপকারী।
৭৫.হঠাৎ আনন্দ ,ভয় ,উত্তেজক সংবাদ প্রভৃতি হইতে কোন পীড়ার উৎপত্তি-Gels.
৭৬ .দুঃখ ,ভয় কিম্বা কোনও প্রকার দুঃখ সংবাদ শুনিয়া হঠাৎ মানসিক কষ্টে উদরাময় দেখা দিলে-Gels-উপযোগ ী।
৭৭.ডিপথেরিয়া কিম্বা স্কার্লেটিনা পীড়া আরোগ্যের পর পক্ষাঘাত ,ডিপথেরিয়া আরোগ্যের পর অন্ননালী-মুখের পক্ষাঘাত তজ্জন্য কোনও দ্রব্য গিলিতে পারে না-Gels.
৭৮.হস্তমৈথুনের কিম্বা স্বপ্নদোষের জন্য পুংজননেন্দ্রিয় শিথিল হইয়া ধ্বজভঙ্গের লক্ষণ প্রকাশ পাইলে-Gelsimium-এ উপকার হইবে।
৭৯.ক্রোধ কিম্বা সূর্য্যোত্তাপ বশতঃ মস্তিষ্কে রক্তসঞ্চয়জনিত মস্তিষ্ক-ঝিল্লির প্রদাহ (Maningities)-হইলে গ্লোনয়িন ও বেলাডোনা অপেক্ষা Aconite অধিক ফলপ্রদ।
৮০.উত্তাপ লাগিয়া পীড়া-তাহা প্রখর রৌদ্র লাগিয়া হউক হউক ,দারুন গ্রীষ্ম বশতঃই হউক কিম্বা অগ্নির উত্তাপে কায্য করিবার জন্যই হউক-যদি মস্তিষ্ক আক্রান্ত হয়-Glonione.
৮১.অনেকদিন হইল আপনার শরীরের কোন স্থান আঘাত লাগিয়া কাটিয়া গিয়াছিল কিন্তু সেই কাটাস্থানের দাগটিতে পুনরায় ব্যথা ও যন্ত্রণা হইল ,পাকিয়া পুয নির্গত হইতে লাগিল ,তাহাতে গ্লোনয়িন আভ্যন্তরিক ও বাহ্যিক ব্যবহার করিবেন উপকার হইবে।
৮২.ক্রিমিজনিত শূলবেদনা-Filix Mas.
৮৩.অতিরিক্ত রতিক্রিয়া কিম্বা শুক্রক্ষয়ের নিমিত্ত জননেন্দ্রিয়ের দুর্বলতা-Graphities.
৮৪.পুরাতন ক্ষতচিহ্নও পুনরায় পাকিয়া উঠে-Graphities.
৮৫.স্তনের ফোঁড়া আরোগ্য হইবার পরে শক্তভাব ও ক্ষতের দাগ থাকে ,পুনরায় উহার প্রদাহ হয়,এইরূপ পুনঃপুনঃ ক্ষত হইয়া শেষে ক্যানসারে পরিণত হয়,স্তন হইতে দুগ্ধ নিঃসরণ হয় না-Graphities.
৮৬.হাঁটুতে আঘাত লাগিয়া সাইনোভাইটীস হইলে Guaiacum-এ উপকার হয়।
৮৭.Guaco-সর্পবিষঘ্ন ঔষধ।
৮৮.কাশির ধমকেই হোক কিম্বা আঘাত লাগিয়া চক্ষু হইতে রক্তস্রাবে Arnica- অপেক্ষা Hamamellis-উপকারী।
৮৯.গাড়িতে ঝাকি লাগিয়া কিম্বা অধিক দূর পথ হাটিবার জন্য জরায়ু হইতে রক্তস্রাব বাহির হইলে হ্যামামেলিসে সেই রক্তস্রাব বন্ধ হইবে।
৯০.Helonias Dioica-ইহা সাধারণতঃ দুই প্রকার স্ত্রীলোকের পক্ষে অধিক উপযোগী:- * যে সকল স্ত্রীলোক কোনও কাজ-কর্ম্ম না করিয়া বিলাসিতার কোলে থাকিয়া স্বাস্থ্য নষ্ট করিয়াছে তাহাদের এবং * যাহারা না আহার করিয়া ,না ঘুমাইয়া ,দিন রাত্রি পরিশ্রম করিয়া ক্লিষ্ট ও অকর্মণ্য হইয়া পড়িয়াছে ,তাহাদের নিকট ইহা সঞ্জীবনী সুধার ন্যায় উপকারী।
৯১.Heper Sulp-পারদ অপব্যবহারের পর ব্যবহৃত হইলে বিশেষ উপকার হয়।
৯২.সুরা ও মদসেবী ভগ্নস্বাস্থ্য ব্যক্তাগণের জন্য – Hydrastis Cannadensis.
৯৩.Typhoid-জ্বরাদির পর ক্ষুধাহীনতা ,কোষ্ঠবদ্ধ ,অতিশয় ঘর্ম্ম-Hydrastis.
৯৪.পারদ কিম্বা ক্লোরেট অফ-পটাস অপব্যবহারের পর মুখের ক্ষত-Hydrastis.
৯৫.শক্ত জুতার চপেই হোক কিম্বা অন্য কোন প্রকার ধাতু দোষেই হোক ,অনেকের পায়ের আঙুলে কড়া হয় ; তাহাতে অত্যন্ত বেদনা থাকে ,ছুরি দিয়া কাটিয়া দিলে ১০/ ১৫-দিন কিছু ভাল থাকে;কিন্তু আবার বেদনা হয় ,ইহাতে হাইড্রাসটীস Q একভাগ-ভ্যাসেলিন ৩ ভাগ ,একত্রে মিশাইয়া একটি মলম প্রস্তুত করিয়া দিনে ২/৩-বার রাত্রিতে শয়নের সময় প্রত্যহ একবার করিয়া লাগাইলে বিশেষ উপকার হইবে।
৯৬.হিংসা ,রাগ কিম্বা ভালবাসায় বঞ্চিত হইবার কুফলে কোনও পীড়ার উৎপত্তি।-Hyos.
৯৭.ব্যবসায়ের সম্বন্ধ লইয়া কিম্বা কোনও বিষয়ে উত্তেজিত হইয়া অনিদ্রা-Hyos.
৯৮.যে কাতে শোয় সেকাতে ব্যথা হলে-Puls.
৯৯.উত্তপ্ত অবস্থায় ঠান্ডা পানি পান করে বা বরফ খেয়ে অসুস্থ-Belis Per.
১০০.চা পান করে শীরঃপীড়া-Selenium.
হোমিওপ্যাথিক টিপস
হাড়গুলো যেন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে এমন যন্ত্রনা – ইপিকাক।
হাড় ভেঙ্গে গেছে এমন যন্ত্রনা – ইউপেটোরিয়া পার্ফ।
শরীরের সব দ্বার থেকেই উজ্জ্বল লাল রক্ত ক্ষরণ – ইপিকাক, ইরিজিরন, মিলিফো।
আল-জিহ্বা ফুলে গিয়ে জল ভরা থলের মত দেখায়, খুব কঠিন কিন্তুু সামান্য রক্তিম – কেলি বাই, রাসটক্স।
কয়েক ঘন্টা বা কয়েক দিনে রোগ লক্ষণ এক দিক থেকে অন্য দিকে চলে যায় – ল্যাক ক্যান।
হাতের আঙ্গুলের গাঁটগুলোর বিকৃতি, আঙ্গুলের গাঁটগুলো বড় ফুলে উঠে – মেডোরিনাম।
নাক থেকে রক্ত নিঃসরণের আগে মুখমন্ডল খুব রক্তাভ হয়ে উঠে। রক্তের উচ্ছাস দেখা যায়, করোটির ধমনী দুটি দপ দপ করে – মেলিলোটাস, বেল।
মুখগহ্বরে অতিশয় শুস্কতা, জিহ্বা এত শুকনো হয়ে পড়ে যে তালুর সাথে লেগে যায় – নাক্স মস্কেটা, এপিস, ল্যাকেসিস।বিছানা এত গরম মনে হয় যে রোগী এতে শুতে পারবে না – অপিয়াম।
মাথা ব্যথা কানের এক দিক থেকে মাথার উপর দিয়ে গিয়ে অপর দিক পর্যন্ত প্রসারিত হয় – প্যালাডিয়াম।
প্রস্রাব করার চেষ্টা করলে প্রচন্ড কোঁথ দিতে হয়, অবিরাম বেগ, লিঙ্গমুন্ডে তীব্র ব্যথা হয় এবং ব্যথা নিচের দিকে উরু পর্যন্ত প্রসারিত হয়। প্রস্রাব কালো রক্ত মিশ্রিত ও গাঁঢ় শ্লেঁষ্মাযুক্ত – প্যারিয়া ব্রেভা।
জননাঙ্গে স্বল্প ছোঁয়ায় প্রচন্ড যৌন উত্তেজনার সৃষ্টি হয় – মিউরেক্স পার।অত্যাধিক যৌন উত্তেজনার ফলে কৃত্রিম মৈথুনে বাধ্য হয় – অরিগে, জিঙ্ক।
রোগী বাঁ দিকে শুতে অসমর্থ – ফস, পালস।
রোগী ডান দিকে শুতে অসমর্থ – মার্ক।
ছোঁয়ায় গাত্রচর্ম ঠান্ডা মনে হয়, তবু রোগী গায়ের ঢাকা সহ্য করতে পারে না – সিকেলিকর।
প্রতিবার শিশুকে স্তন্যদানের সময় স্তন থেকে স্কন্ধাস্থি অবধি বুকের ভেতর দিয়ে টেনে ধরার মত যন্ত্রনা – ক্রোটন টিগ।
গরম বা রোদ্র সহ্য হয় না, কিন্তু গরম জ্বলে স্নান ও গরম সেঁকে উপশম বোধ করে আবার খোলা বাতাসে ভাল বোধ করে – এন্টিম ক্রুড।
পাকস্থলীর বিশৃঙ্খলার জন্য জিহ্বায় পুরু সাদা ময়লা জমে। জিহ্বায় চুনকাম করা বা দুধের সরের মত সাদা প্রলে – এন্টিম ক্রুড।
পাকস্থলিতে ব্যথা আরম্ভ হয়ে পিঠ, বুক পর্যন্ত ছড়িয়ে পড়ে। নড়লে চড়লে বাড়ে – রিউমেক্স।
রোগ হঠাৎ এসে চরম আকার ধারন করে লক্ষনে- একোনাইট।
★★বিঃদ্রঃ- ডাক্তারের পরার্মশ ছাড়া ঔষধ খাবেন না।ডাক্তারের পরার্মশ ছাড়া ঔষধ খেয়ে বিপদ ঢেকে আনবেনা।অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন, সুস্থ থাকুন।