স্ট্রামোনিয়াম কি?
স্ট্রামোনিয়াম আমাদের দেশীয় ধুতুরা ফলের বীজ থেকে ওষুধটি তৈরি হয়
ইংরেজিতে বলে কাঁটা আপেল
( Thorn Apple)
ইংরেজরা সব কিছুতে আপেল দেখতে পায়,
তাই এই বিষাক্ত ফলটিকেও আপেল বানিয়ে ছাড়লো,
এর আগে তো ওরা বলেছে—-
বেল— Wood Apple, ( উড এ্যাপেল)
আনারস— Pineapple ( পাইন এ্যাপেল),
আতা— Castard Apple ( ক্যাসটার্ড এ্যাপেল) ,
জামরুল— Water Apple, ( ওয়াটার এ্যাপেল) ,
কিন্তু তাই বলে বিষাক্ত এই ফলটিকেও ওরা আপেল বানিয়ে ছাড়লো!
কি বলিহারি শব্দের ব্যবহার তাদের!
যাইহোক বিষাক্ত এই ফলটি শক্তিকৃত করে হ্যানিম্যান এক যুগান্তকারী ঔষধে রূপ দিয়েছেন —
কত কি যে জটিল রোগ
স্ট্রামোনিয়াম 30, 200 দিয়ে সারাচছি, তার শেষ নেই,
কি লক্ষন?
বাচাল, ক্রমাগত বকবক করতে থাকে, বিভিন্ন বিষয়ে, যখন যে বিষয় মনে পড়ে,
( ক্যানাবিস ইন্ডিকা, হায়োসায়ামাস, ল্যাকেসিস) ,
অন্ধকারের ভীষণ ভয়
( ক্যাল কার্ব, মেডোরিনাম, ফসফরাস, পালস ), অন্ধকারে কোথাও যেতে চায় না, বাচ্চারা রাতে ঘরের বাইরে যেতে চায় না, বড়রাও
রাত্রিবেলা সব সময় আলো জ্বালিয়ে রাখতে চায়,
একা থাকলে ভীষন ভয়,
সব সময় লোকজনের সঙ্গে, বা
লোকজনের মাঝে থাকতে ভালোবাসে, (ক্যালি কার্ব, লাইকো, ফসফরাস)
প্রবহমান জলের শব্দে ভয় পায়,
যেমন— পাহাড়ী ঝরনা দেখলে, সমুদ্রের একটার পর একটা ঢেউ দেখলে, কোথাও হু হু করে জল যাচ্ছে দেখলে, ইত্যাদি।
( বেল, লাইসিন),
সামান্য উত্তেজনায় তোতলাতে থাকে, এক শব্দ উচ্চারণ করতে তো তো করতে থাকে,
পেটে যদি একটু বিদ্যা থাকে, তাহলে রেগে গেলে বাংলা, ইংরাজি, হিন্দি, সব ভাষাতে — তা সে ভুলভাল যাই হোক না কেন এক ভাষা ছেড়ে অন্য ভাষায় কথা বলতে থাকে,
পাগলা, বা আধাপাগলা, বা মানসিক বিকারগ্রস্ত রোগীরা শোওয়ার পরে বালিশ থেকে বারবার মাথা তুলতে চায় , একবার মাথা তোলে আবার শুয়ে পড়ে — এইরকম করার একটা প্রবৃত্তি থাকে,
পুরুষ, মহিলা দুই লিঙ্গেই সেকস আর্জ বড্ড বেশী,
( ক্যান্থারিস, ফ্লুয়োরিক এ্যাসিড, হায়ো, ল্যাকে, লিলিয়াম, ফস, পিক্রিক এ্যাসিড, প্লাটিনা, অরিগেনাম, স্টাফি,) ,
মানসিক বিকারগ্রস্ত রোগ,
যেমন– অটিজম, সিজোফ্রেনিয়া, হাইপারএ্যাক্টিভিটি অব ব্রেন, ট্রু ইনস্যানিটি, ইত্যাদি রোগে রোগীরা যখন কাউকে
মারবে, ধরবে, বা জিনিসপত্র ফেলবে, কাটবে, ছিঁড়বে, ভাঙবে, বা ঘর বাড়ী থেকে দৌড়ে বাইরে কোথাও চলে যেতে চাইবে,
মারো, পেটাও, পড়ে যাক, আছাড় খাক— কোথাও ব্যথা লেগেছে, বা ব্যথা করছে বলে না,
ব্যথার কোন অনুভূতি বা বোধ থাকে না এদের শরীরে।