বার্বেরিস ভালগারিস

বার্বেরিস ভালগারিস

বার্বেরিস ভালগারিস কি?

বার্বেরিস ভালগারিস রোগলক্ষণের অনুভূতি ও যন্ত্রণাকে উপলব্ধি করতে পারা-  যে কোন চিকিৎসকের জীবনেরই আশির্বাদসূচক ঘটনা। রোগীর কষ্টকর লক্ষণগুলোকে যে চিকিৎসক যত ভালোভাবে বুঝতে পারেন, চিনতে পারেন- সেই লক্ষণের মূল্যায়নও চিকিৎসকটির নিকট তত সহজ হয়। এজন্যই আমাদের মধ্যে যে চিকিৎসকগণ প্রুভিং করেছেন- মেটেরিয়া মেডিকার জ্ঞানে তাদের অতিক্রম করা আমাদের কখনোই সম্ভব হয়নি এবং হবেও না।

যদিও প্রুভিংয়ের মাধ্যমেই হোক, কিংবা এক্সিডেন্টাল-

এই অভিজ্ঞতা লাভ করাটি সুখকর নয়। আর অ-সুখজনক পরিস্থিতিকে বরণ করে নেয়ার মতো মানসিক প্রস্তুতি রাতারাতি কোন কর্মও নয়।

এজন্য অধিকাংশ সময়, অন্তত আমার নিজের দেহে কোন রোগলক্ষণ দেখা দিলে তাকে আমি ঘনিষ্ঠভাব উপলব্ধি করার চেষ্টা করি।

অতীতেও অন্যান্য কিছু ঔষধের এ প্রকারে কিছু বিশেষ অভিজ্ঞতা পাবার সৌভাগ্য আমার হয়েছে কিন্তু সেগুলো নিয়ে পরে কথা বলবো।

আজ বলবো- গতরাতে বার্বেরিস ভালগারিস ঔষধটির ব্যাপারে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে।

বার্বেরিস ভালগারিস কি?

কয়েকদিন যাবতই আমার মূত্রনালীতে এক ধরণের অস্বস্থিবোধ করছিলাম কিন্তু সুস্পষ্ট লক্ষণ না থাকায় কোন ঔষধ গ্রহণ করার কথা চিন্তা করিনি- অপেক্ষা করছিলাম।

তাছাড়া আমার ব্যক্তিগত চিকিৎসক (ও ছাত্র) কাছাকাছি না থাকায়- অপেক্ষা করা ছাড়া উপায়ও ছিলো না। কিন্তু গত রাত্রি সাড়ে চারটার সময় আমার সে অপেক্ষার অবসান ঘটাতে হলো।

কারণ প্রচণ্ড যন্ত্রণা নিয়ে আমি জাগ্রত হলাম। সেই অবস্থায়ই চেম্বারে গিয়ে কম্পিউটার খুলে বসলাম।

লক্ষণগুলোকে লিপিবদ্ধ করে লিখলাম এবং রেপার্টরাইজেশন করে বার্বেরিস – ৩০ এক ডোজ গ্রহণ করলাম। পাঁচ মিনিটের মধ্যেই যন্ত্রণার অনেকটা অবসান হলো; বাঁকা অবস্থা থেকে সোজা হয়ে দাঁড়াতে পারলাম। সেই সাথে প্রমাণ পেলাম বার্বেরিস ভালগারিসের কিছু ক্লিনিক্যাল লক্ষণের যা কোন বইপত্রেই উল্লেখ নেই (অন্তত আমার জানামতে)।

আমি বার্বেরিসের সেই অজ্ঞাত ক্লিনিক্যাল লক্ষণগুলি কেবলমাত্র উল্লেখ করছি- যাতে আমাদের কম্যুনিটির কারো যদি এ ব্যাপারে অভিজ্ঞতা থাকে, কিংবা ভবিষ্যতে অভিজ্ঞতা লাভ করেন- তাহলে যেন নির্ভরযোগ্য লক্ষণ হিসাবে ভবিষ্যতে তা গৃহীত হতে পারে।

আসলে এই লক্ষণগুলোর ব্যাপারে কোন রেফারেন্স না থাকায়- ঔষধটি নির্বাচন করতে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো,

আমি চাই ভবিষ্যতে যেন চিকিৎসকগণ আরো সহজে ও আস্থার সাথে এই ক্ষেত্রগুলোতে প্রেসক্রিপশনটা করতে পারেন।

লক্ষণগুলো

আমি সেই লক্ষণগুলো বর্ণনা করছি ও পাশে ব্রাকেটে আমার কোন মন্তব্য থাকলে তা উল্লেখ করছি-

১. মূত্রনালী, মূত্রথলী ও রেকটামে প্রচণ্ড যন্ত্রণা। যন্ত্রণাটি জ্বালাপোড়া, কেটে ফেলা ও চিলিক দেয়া ব্যথার অদ্ভূত সংমিশ্রণ।

(Violent pain in Urethra, Bladder, and Rectum. A mixed type pain with burning, cutting and stitching. )

২. মূত্রথলীর ব্যথার সাথে অবিরত পায়খানার বেগ। (Pain in Bladder with Constant urge of stool.)  [‘অবিরত পায়খানার বেগ’ লক্ষণটির কথা আমাদের শাস্ত্রে উল্লেখ আছে কিন্তু তা মূত্রথলীর ব্যথার সাথে (Concomitant) তা কোথাও উল্লেখ নেই]

৩. ব্যথাটি ব্যপ্তিধর্মী (Radiating)। কিন্তু নিচের দিকে অর্থাৎ উরুতে ও পায়ে ব্যথার কোন ব্যাপ্তি ঘটেনি- সেখানে অঙ্গগুলোর ভেতরে একপ্রকারের দুর্বলতার অনুভূতি (Internal Weakness) ছিলো।

(Internal Weakness in Thigh and Legs with radiating pain in bladder and urethra.) [Radiating Pain এর কথা শাস্ত্রে উল্লেখ আছে কিন্তু এই ধরণের ব্যাপ্তির কথা উল্লেখ নেই]

৪. ব্যথার সাথে পুরো নিম্নাঙ্গের দুর্বলতা (Weakness of lower limbs with pain)

৫. ব্যথা প্রচণ্ড যন্ত্রণাময়- ব্যথার সাথে যন্ত্রণার দরুন অস্থিরতা ও শরীরে কম্পন অনুভূত হয়

(Restlessness and internal trembling with Anguishing pain)।

৬. মূত্রনালী, মূত্রথলীর ব্যথা রেকটামে বিস্তৃতি লাভ করে এবং রেকটামে একপ্রকারের সুড়সুড়ির অনুভূতি (Formication) হয় এবং চুলকাতে থাকে। (Pain in bladder and urethra extend to rectum with a formication and itching in rectum.)

৭. মূত্রনালী ও মূত্রথলীর ব্যথা বাম অণ্ডকোষে বিস্তৃত হয়। (Bladder and urethral pain extend to left testes.)

৮. ব্যথার সাথে যৌনাকাঙ্ক্ষা চলে যাওয়া, লিঙ্গ ও অণ্ডকোষ সংকুচিত হয়। এমনকি ব্যথা যখন মৃদুভাবে চলমান থাকে তখনও।

(Sexual desire wanting in male with the infectious affection, even when the pain is minimal; penis and scrotum shriveled)

[পাঠকদের স্মরণ রাখতে অনুরোধ করছি, ব্যথাটি আমার মুদৃভাবে কয়েকদিন যাবৎ চলমান ছিলো এবং এর কিছুদিন আগেও কয়েকবার মাঝে মাঝে এক-দুই দিনের জন্য দেখা দিয়েছিলো।

যে কয়দিন এর প্রকোপ থাকতো- সে কয়দিনের জন্য এ ব্যাপারে শারীরিক ও মানসিক আগ্রহ ও ইচ্ছা হঠাৎ করে লোপ পেয়ে যেতো- এমনকি তা  আমাদের শাস্ত্রে বার্বেরিসের “Male Genitalia: Sexual: Desire: Wanting” লক্ষণটির উল্লেখ আছে কিন্তু তা যে এর ইনফেকশনাল লক্ষণের এত ঘনিষ্ঠ সহযোগী তা কোথাও উল্লেখ নেই

৯. যত প্রস্রাব করতে থাকে- মূত্রনালীতে যন্ত্রণার হার তত বাড়তে থাকে। (Increasing pain in urethra with gradual  flow of maturation.) [আমাদের শাস্ত্রে বার্বেরিসের ‘প্রসাবের পর বৃদ্ধি’, বা ‘যখন প্রস্রাব করে না, তখন বৃদ্ধি’-র উল্লেখ আছে কিন্তু আমার বর্ণনা করা লক্ষণ বা এ ধরণের কোন রুব্রিকই নেই]

১০. ব্যথার সাথে একধরণের মন খারাপ হবার অনুভূতি;

এমনকি ব্যথাটি যখন অত্যন্ত মৃদু থাকে তখনও। A Melancholic state of mind with the pain, even when pain is minimal.

বার্বেরিস ভালগারিস যে কয়টি লক্ষণকে আমি সুস্পষ্ট ও নিশ্চিতভাবে নির্দিষ্ট করতে পেরেছি- কেবল সেগুলোর কথাই এখানে উল্লেখ করলাম। এবং এই লক্ষণগুলোর সাথে বার্বেরিসের সম্পর্কের ব্যাপারে এতটা নিশ্চিত হবার কারণ হলো- ঔষধ গ্রহণের পর বিস্ময়কর দ্রতগতিতে লক্ষণগুলোর সম্পূর্ণ তিরোধান।

আর এটা বোধহয় সবাই জানেন- ক্লিনিক্যাল লক্ষণগুলো সম্বন্ধে নিশ্চিত হবার এটাই সবচেয়ে বড় ক্রাইটেরিয়া।

2