কিছু নির্দিষ্ট লক্ষণের হোমিওপ্যাথিক ঔষধের তালিকা দেওয়া হল
১)পেটফাঁপার – চায়না,লাইকোপোডিয়াম,কার্বভেজ ইত্যাদি।
২)ভয়ের – একোনাইট,ওপিয়াম,আর্সেনিক ইত্যাদি।
৩)সোরার – সালফার,সোরিনাম,গ্রাফাইটিস ইত্যাদি।
৪)সিফিলিসের – মার্কসল,সিফিলিনাম,নাইট্রিক এসিড ইত্যাদি।
৫)সাইকোসিসের – থুজা,মেডোরিনাম,নেট্টাম সালফ ইত্যাদি।
৬)পিপাসাহীনতা- পালসেটিলা,এপিস,ইপিকাক ইত্যাদি।
৭)বামদিকের বিখ্যাত ওষুধ- ল্যাকেসিস,থুজা,এপিস ইত্যাদি ।
৮)যানবাহনে চড়লে বমি হয়- পেট্টলিয়াম,কুকুলাস,কার্বলিক এসিড ইত্যাদি।
৯)হুপিং কাশি- ড্রসেরা,পারটুসিন,বেলেডোনা ইত্যাদি।
১০)প্রলাপ- বেলেডোনা,স্ট্র্যোমোনিয়াম,হাইয়োসিয়েমাস ইত্যাদি।
১১)আক্ষেপ- ক্যাম্ফর,কুপ্রাম মেট,সাইকুটা ভেরোসা ইত্যাদি
১২)মাথায় ঘাম- ক্যালকেরিয়া কার্ব,সাইলেসিয়া,ক্যালকেরিয়া ফস ইত্যাদি।
১৩)আলু অসহ্য- থুজা,এলুমিনা,কলোসিন্থ ইত্যাদি।
১৪)বিকাল ৪টা হতে রাত ৮টা পর্যন্ত রোগের বৃদ্ধি- লাইকোপোডিয়াম,চেলেডোনিয়াম,নেট্টাম সালফ ইত্যাদি ।
১৫)বিকাল ৩ টায় রোগের বৃদ্ধি- বেলেডোনা,এপিস,থুজা ইত্যাদি।
১৬)সর্বাঙ্গীন শীর্ণতা- নেট্টাম মিউর,সার্সাপ্যারিলা,আয়োডিন ইত্যাদি।
নির্দিষ্ট লক্ষণের হোমিওপ্যাথিক ঔষধের তালিকা
১৭)সরলান্ত্রের নিশ্চেষ্টতাজনিত কোষ্ঠবদ্ধতা- এলুমিনা,ভিরিট্টাম এল্বাম,সাইলেশিয়া ইত্যাদি।
১৮)নিচের দিকে ঠেলামারা বেদনা- বেলেডোনা,লিলিয়াম টিগ,সিপিয়া ইত্যাদি।
১৯)খিলধরা বেদনা- কুপ্রাম মেট,কলোসিন্থ,ম্যাগ ফস ইত্যাদি ।
২০)থেৎলে যাওয়ার ন্যায় বেদনা- আর্নিকা,ইউপেটোরিয়াম পার্ফ,ব্যাপ্টিসিয়া ইত্যাদি।
২১)সঞ্চরণশীল বেদনা- পালসেটিলা,ল্যাক ক্যান,টিউবারকুলিনাম ইত্যাদি।
২২)বেদনায় অতি সংবেদনশীল- একোনাইট,ক্যামোমিলা,কফিয়া ইত্যাদি।
২৩)স্পর্শে অতিসংচেত্যতা- হিপার সালফ,ল্যাকেসিস,চায়না ইত্যাদি।
২৪)দপদপকর বেদনা- বেলেডোনা,গ্লোনইন,মেলিলোটাস ইত্যাদি।
২৫)মাসিকের আগে স্তনে ব্যথা- থুজা,ল্যাক ক্যান,কোনিয়াম ইত্যাদি।
২৬)সরলান্ত্র নির্গমন ( বাথরুমের রাস্তা বের হয়ে যাওয়া)- পডোফাইলাম,এলো,রুটা ইত্যাদি।
২৬)চোখের অতি চেষ্টাজনিত পীড়া– রুটা,নেট্টাম মিউর,সেনেগা ইত্যাদি।
২৭)শীর্ণতা (ম্যারাসমাস) শরীরের উপর হতে নীচ- নেট্টাম মিউর,লাইকোপোডিয়াম,স্যানিকিউলা ইত্যাদি।
২৮)মুখের কোনগুলো ফাঁটা- নাইট্রিক এসিড,কন্ডুরাঙ্গো,গ্রাফাইটিস ইত্যাদি।
২৯)কাশি দিলে প্রসাব বের হয়ে যায়- কস্টিকাম,পালসেটিলা,নেট্টাম মিউর ইত্যাদি।
৩০)নিদ্রালুতা- ওপিয়াম,এন্টিম টার্ট,নাক্স মস্কেটা ইত্যাদি।
৩১}পেটফাঁপার – চায়না,লাইকোপোডিয়াম,কার্বভেজ ইত্যাদি।
**বিঃদ্রঃ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোন ওষুধ গ্রহণ করবেন না**