নাকের পলিপাসের হোমিওপ্যাথিক চিকিৎসা । পলিপাস কি? পলিপ হচ্ছে এক প্রকার অর্বুদ যা বেলুনের মত ফোলা অংশ। আমাদের মুখের হাড়ের ভিতর নাককে ঘিরে কতকগুলো হাওয়া পূর্ণ ফাঁকা গহ্বর থাকে। তাদেরকে সাইনাস বলে।
সাইনাসগুলোর সঙ্গে আমাদের নাকের সংযোগনালী আছে। এই নালীগুলোর মাধ্যমেই সর্দি সাইনাস থেকে নাকে চলে আসতে পারে।
যদি কোনও কারণে সাইনাসগুলোর আবরক পর্দা অর্থাৎ শ্লেষ্মা ঝিল্লী বারে বারে প্রদাহর ফলে ফুলে গিয়ে ওই সংযোগনালী দিয়ে নাকের সামনে বা পিছনের দিকে ছোট বেলুনের মতো বের হয়ে আসে, তবে তাকেই পলিপ বলে৷ নাকের পলিপের জণ্ম সবসময়ই নাকের সাইনাস থেকে।
নাকের পলিপাসের হোমিওপ্যাথিক চিকিৎসা
এলার্জির কারণে হতে পারে।
নাকের ভেতরে কোনও সংক্রমণ হলে।
এলার্জি এবং সংক্রমণ উভয় কারণে হতে পারে।
নাকের পলিপাসের প্রকারভেদ
এথময়ডাল পলিপ-
সাধারণত অনেকগুলো পলিপস (আঙ্গুরের থোকার মতো) একত্রে নাকের সামনের ছিদ্রের দিকে চলে আসে এবং সাধারণত নাকের দুইপাশেই হয় এবং পলিপ অপারেশনের মাধ্যমে কেটে ফেললেও আবার হতে পারে।
(অ্যান্ট্রোকোয়ানাল পলিপ)-
সাধারণত এই পলিপ ম্যাক্সিলারি সাইনাস এর ছাদ ও পাশের ওয়াল থেকে শুরু হয়ে নিচে নাকের পিঁছনে ছিদ্রের দিকে চলে যায় এবং সাধারণত নাকের এক পাশেই থাকে এবং পলিপ অপারেশন করলে আর হয় না।
কী কী লক্ষনে বুঝবেন?
এক নাক অথবা উভয় নাকই বন্ধ হয়ে যেতে পারে।
কথা নাকে বাজে (নাসাল ভয়েজ)।
নাক বন্ধ থাকে ফলে রোগী মুখ দিয়ে শ্বাস নেয় ও মুখ শুষ্ক হয়ে যায়।
মাথাব্যথা, কানব্যথা হতে পারে।
নাক দিয়ে রক্ত পড়তে পারে।
সর্বদা হাঁচি কাশি হয় এবং নাক দিয়ে পানি ঝরতে থাকে।
পরামর্শ :-
ঠাণ্ডা, ধুলাবালি এবং ইনফেকশন এড়িয়ে চলতে হবে।
ইনফেকশন হয়ে গেলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে।
পলিপাসে লক্ষনভিত্তিক মাত্র কয়েকটি ঔষধ এখানে আলোচনা করা হল। এছাড়াও অসংখ্য ঔষধ আছে যা লক্ষন সদৃশ্যে প্রয়োগ করবেন।
নাকের পলিপাসের হোমিওপ্যাথিক চিকিৎসা
Lac can 30,200:-
যে সকল পলিপাসের ক্ষেত্রে প্রচন্ড ব্যথা থাকে এবং নাকে প্রচন্ড গন্ধ থাকে সে সকল পলিপাসের ক্ষেত্রে lac can খুবই উত্তম ঔষধ।
Thuja occ 1M:-
যেহেতু প্রায় ৯০% নাকের পলিপাস টিকা দোষে হয়ে থাকে । সেহেতু টিকা দোষের যে কোন পলিপাসের ক্ষেত্রে Thuja occ সর্বোৎকৃষ্ট উত্তম ঔষধ ।
Aurum Metallicum 3x,4x:- Arum met Nosal polypus এর ক্ষেত্রে খুবই কার্যকরী ঔষধ। নরম ,কোমল কোষের যেকোনো ধরনের আর্বুদের ক্ষেত্রে Arum met খুবই কার্যকরী ঔষধ।
Lemna minor 3x,6x:-
Lemna minor সকল ধরনের Nasal polypus এর ক্ষেত্রে একটি শ্রেষ্ঠ ঔষধ। যেকোনো পলিপাসের ক্ষেত্রে এটি আপনি চোখ বন্ধ করে দিতে পারে ।
Bacillinum 1M:-
আমি একজন ডাক্তার হিসেবে প্রায়ই এই কথাটি শুনে থাকি যে – ডাঃ স্যাব আমার বছরের ৩৬৫ দিনই সর্দি ,কাশি, এলার্জি লেগেই থাকে ।
সে সকল রোগীর পলিপাসের ক্ষেত্রে Bacillinum শ্রেষ্ঠ ঔষধ।
আমি এই ঔষধ ব্যবহার করে এমন অনেক রোগীকে আল্লাহর রহমতে আরোগ্য করেছি ।
Cal phos 6x,12x:-সকল ধরনের পলিপাস এর ক্ষেত্রে cal phos কার্যকরী নির্ভরযোগ্য ঔষধ