দাঁতের পোকা ধরায় হোমিওপ্যাথি

দাঁতের পোকা ধরায় হোমিওপ্যাথি

দাঁতের পোকা ধরায় হোমিওপ্যাথি চিকিৎসা কি করতে পারে?

দাঁতের পোকা ধরায় হোমিওপ্যাথি, দাঁত মানব দেহের অত্যান্ত মূল্যবান সম্পদ।

ইহা মুখের সৌন্দর্য বর্ধন করে থাকে ও খাবার চিবিয়ে খেতে সাহায্য করে থাকে।

কিন্তু অনেক সময় দাঁত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে যার মধ্যে দাঁতের পোকা ধরা অন্যতম।

শিশুদের মধ্যে এই রোগে বেশি আক্রান্ত হতে দেখা যায়।

দাঁতের রোগ লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথি ঔষধ সমুহঃ

 Kreosotum: ইহা দাঁতের পোকা ধরায় অন্যতম প্রধান ঔষধ। দাঁতের পোকা ধরা,

দাঁতের ব্যাথা, দাঁতের গোড়ায় ক্ষত ইত্যাদি লক্ষণে kreosotum উৎকৃষ্ঠ অব্যর্থ ঔষধ।

Kreosotum q দাঁতের গোড়ায় ব্যবহার করলে দ্রুত দাঁতের ব্যাথা দুর হয়ে যায়।

Antim crud: দাঁতের গোড়ায় পোকা ধরে  কিন্তু দাঁত কালো হয় না, রাতের বেলায় দাঁতের বেদনা বৃদ্ধি ইত্যাদি লক্ষণে antim crud শ্রেষ্ঠ ঔষধ।

Silicea : দাঁতের অপুষ্টির জন্য দাঁত সহজে ভেঙে গেলে, দাঁতের গোড়ায় ক্ষত ও

পুঁজ দেখা গেলে সেথায় silicea চমৎকার কাজ করে থাকে।

Merc sol : দাঁতের মাড়ি শক্ত ও পুঁজ রক্ত বাহির হইলে, দাঁতে পোকা ধরা ও

মুখে দুর্গন্ধ ইত্যাদি লক্ষণে mercsol অব্যার্থ ফলাফল প্রদান করে থাকে।

Staphysag: দাঁতের গোড়া ফুলে যাওয়া, দাঁতের ব্যাথা, দাঁত পোকা ধরা ও

দাঁত কালো হয়ে যাওয়া ইত্যাদি লক্ষণে staphysag সুন্দর কাজ করে থাকে।

 Hecla lava: দাঁতের অপুষ্টি, দাঁতের অসহ্য ব্যথা বেদনা ও দাঁতের পোকা ধরায় hacla lava চমৎকার কাজ করে থাকে।

Carbo veg: দাঁত দিয়ে রক্ত পরলে দাঁতে ব্যাথা হলে একে স্মরণ করতে পারেন।

এছাড়াও আরো অসংখ্য ঔষধ আছে  লক্ষন সদৃশ্য যেইটা রোগীর সাথে মিলবে সেইটাই প্রয়োগ করবেন। লক্ষন না মিললে কখনও অনুমানের উপর ঔষধ প্রয়োগ করে রোগীর ক্ষতি করব।

2