টনসিলের চিকিৎসায় হোমিওপ্যাথিক ঔষধ

টনসিলের চিকিৎসায় হোমিওপ্যাথিক ঔষধ

টনসিলের চিকিৎসায় হোমিওপ্যাথিক ঔষধ

বেলেডোনা

টনসিল প্রদাহ , জবা ফুলের মত লাল আকার ধারন করলে, অত্যন্ত বেদনা জ্বালা যন্ত্রনা জ্বর থাকলে, ডান দিকের টনসিল অধিক ফোলা, ঠান্ডা বাতাস অসহ্য প্রভৃতি লক্ষণ যে রোগীর মাঝে পাওয়া যাবে তার জন্য বেলেডোনা উপযোগী।

ক্যালকেরিয়া আয়োড

মোটা রোগী আবহাওয়া পরিবর্তনে প্রায়ই ঠান্ডা লাগে। নানা অবস্থান গ্রন্থি ফোলা এই ধাতুর রোগীর টনসিল প্রদাহ হলে টনসিলের মাঝে সাদা ক্ষত চিহ্ন দেখা গেলে ক্যালকেরিয়া আইয়োড উপযোগী।

লাইকেপোডিয়াম

এটি একটি এন্টিসোরিক ঔষধ। শ্লেষ্মা প্রধান ধাতুর রোগী নিজেকে শ্রেষ্ঠ ভাবে, মেজাজ খিটখিটে ও উদ্ধত। বিকাল ৪টা হইতে রাত আটটার মধ্যে রোগ বৃদ্ধি। আহারের পরে তন্দ্রা ও আলোস্য।

সদা মন মরা , ধর্ম সম্পর্কে বকে কিংবা চুপ থাকে। আহারের পরে বুক ধড়ফড় করে। গরম কাতর, গরম খাবার পছন্দকারী রোগীর ডান পার্শ্বে টনসিল খুব বড়। উক্ত টনসিলের মাঝে সাদা ক্ষত। এই রোগীর জন্য লাইকোপোডিয়াম উপযোগী।

এপিস মেল

পিপাসাহীন, ডান পার্শ্বে আক্রান্ত টনসিলাইটিস, বাহ্য তন্তু ও সমগ্র কন্ঠ ঝিল্লি ফোলা সহ উজ্জল লাল বা গোলাপী বর্ন।

টনসিলে জ্বালা হুল ফোটানো বেদনা। গলার ভিতর ও বাহিরে ফোলা পানি পানে যন্ত্রনার বৃদ্ধি। এই লক্ষণ সমষ্টি যে রোগীর মাঝে পাওয়া যাবে তার জন্য এপিস মেল উপযোগী।

ব্যারাইটা কার্ব

স্ক্রুফুলা ধাতুর রোগীর টনসিল প্রদাহের একটি গুরুত্বপুর্ণ ঔষধ। স্মরন শক্তি কম, বোকা বুদ্ধিহীন, বেটে খর্বকায়, ঠান্ডা প্রবন, পায়ের পাতা ঘামে, পা ঠান্ডা থাকে কোষ্ঠবদ্ধ , জ্বালাযুক্ত অর্শ রোগীর ডান দিকে আক্রান্ত টনসিল।

রোগীর থুতু ও ঢোক গিলিতে কষ্ট , ক্ষত ওপুজপর্ণ হয়। তরল খাবার ছাড়া কিছুই খাইতে পারে না। সমস্ত কন্ঠই উজ্জল লাল বর্ণের হয় সেই রেগীর জন্য ব্যারাইটা কার্ব উপযোগী।

টনসিলের চিকিৎসায় হোমিওপ্যাথিক ঔষধ

ল্যাকেসিস

বাম টনসিল আক্রান্ত হইয়া ডান পার্শ্বে আকান্ত হলে কোন কিছু গিলিতে কানের মধ্যে চিরিক মারা বেদনা করে। গরম পানিতে যন্ত্রনার বৃদ্ধি। টনসিলের মাঝে ফোড়া। টনসিল প্রদাহের পরে গুরুতব বাত হলে ল্যাকেসিস উপযোগী।

এই লক্ষণ সমষ্টির সাথে ল্যাকেসিসের ধাতুগত মিল থাকলে আরো উপযোগী ঔষধ।

ব্যারাইটা মিউর

গলা ফোলা ও কঠিনতা সহ অতি বৃহৎ টনসিল। ঢোগ গিলিতে কষ্ট। মাঝে মাঝে টনসিল পাঁকিয়া পুজ হয়। নতুন ও পুরাতন টনসিলাইটিস পীড়ায় উপযোগী।

কোনিয়াম মেকুলেটাম

টনসিল ক্ষুব বড় ও শক্ত। ভিতরে পুজ হয়, মাঝে মাঝে ছিদ্র হয়। সহজে আরোগ্য হয় না।

মাঝে মাঝেই ক্ষত হয়। পুরাতন ও দীর্ঘস্থায়ী টনসিল প্রদাহে উপযোগী।

গুয়েকাম

গনেরিয়া আক্রান্ত রোগীর তরুন টনসিলাইটিস রোগে গুয়েকাম উপযোগী।

টনসিলাইটিস সহ গলায় ক্ষত গলার মাঝে ছিদ্র দেখা দেয়। এটি একটি এন্টিসোরিক ঔষধ। বাত রোগীদের জন্য উপযোগী।

মার্ক সল

ঠান্ডা লেগে গলায় ব্যাথা, মুখ থেকে লালা পড়ে, ঢোক গিলিতে কষ্ট, রাতে বিছানার গরমে কষ্টের বৃদ্ধি।

এই লক্ষণ যে টনসিলের রোগীর মাঝে পাওয়া যাবে তার জন্য মার্ক সল জরুরী প্রয়োজন।

সাইলেসিয়া

টনসিল প্রদাহ ফাটিয়া গিয়াও সহজে আরোগ্য না হলে। রোগীর ক্রমাগত পুজ জমাট ও এর রং কৃষ্ণাভ দুর্গন্ধযুক্ত হলে সাইলেসিয়া উপযোগী।

সাইলেসিয়ায় বিফল হলে সালফার প্রয়োজন, সালফার ব্যার্থ হলে এসিড ফ্লোর প্রয়োজন হতে পারে।

ক্যালকেরিয়া কার্ব

ক্যালকেরিয়ার ধাতুগ্রস্হ মোটা থলথলে শিশুগনের দৃঢ় কঠিন টনসিল, বড় হয়ে গেলে বিশেষ উপযোগী।

টনসিল থরথলে ও মলিন, শ্রবন শক্তি কমে গেলে, এডিনয়েড যুক্ত টনসিলাইটিস রোগীর জন্য খুবই প্রয়োজনীয় ঔষধ।

ব্রোমিন

রক্তবহ শীরা আবৃত লাল বর্ণ বৃহদায়তন টনসিলের চিকিৎসায় প্রয়োজন।

বোরিক রেপার্টরির মাধ্যমে টনসিলাইটিসের চিকিৎসায় একক ঔষধ নির্বাচন

2