চর্ম পীড়া লক্ষণ ভিত্তিক চিকিৎসা কিভাবে?

চর্ম পীড়া লক্ষণ ভিত্তিক চিকিৎসা

চর্ম পীড়া লক্ষণ ভিত্তিক চিকিৎসা কিভাবে হবে?

    চর্ম পীড়া লক্ষণ ভিত্তিক চিকিৎসা—      Petrolium

(১) চর্ম পীড়া সমুহ শীতকালীন বৃদ্ধি এবং গ্রীষ্মকালীন উপশম। 

(২) পেট্রোলিয়ামের রস ক্ষরণ পাতলা গ্রাফাইটিসের মধুর মত চটচটে। 

(৩) চর্ম পীড়া লক্ষণ ভিত্তিক চিকিৎসা কিভাবে হবে?

(৪) একজিমা চামড়া ফাটায় এটা ব্যাপক ভাবে ব্যবহার হয়।

(৫) পায়খানার পরই ক্ষিধে, চর্ম পীড়া, শীতকালীন বৃদ্ধি, মেজাজ খারাপ লোক হলে ঔষধটি কথা ভাবতে পারেন।

                 Graphites

(১) স্থুলকায় সন্দেহ পরায়ন, শীত কাতর।

(২) রোগীর কানের পার্শ্বে, মুখে, চক্ষুর পাতায়, জননেন্দ্রিয়, অন্ডকোষ প্রভৃতি স্থানে চামড়া মোটা, তাহাতে ভীষণ চুলকানি। 

(৩) ক্ষত হইতে মধুর মত গাঢ় আঠালো রস নির্গত হয়। মধুর মত আঠাযুক্ত কষই গ্রাফাইটিসের প্রধান পরিচয়।

(৪) গায়ের চামড়া ফাটিয়া গেলে গ্রাফাইটিড বিচূর্ণ ৮/১০ গ্রেণ ভ্যাসেলিন ১ আউন্সের সঙ্গে মিশাইয়া মলম তৈয়ার করিয়া প্রয়োগ করিলে চামড়া ফাটা বন্ধ হয়।

                   Arsenic Album 

(১) পরিষ্কার পরিচ্ছন্ন, সৌখিন, শীত কাতর রোগী। 

(২) একজিমায় অত্যন্ত চুলকানী, যত চুলকায় ততই চুলকাইতে ইচ্ছে করে।

(৩) চুলকানির পর ভীষণ জ্বালা, সেই জ্বালার কথা ভাবিয়া চুলকানি বন্ধ করে।

(৪) সেই জ্বালা গরম সেকে বা জলে উপশম।

                   Mezerium

(১) মেজেরিামের চর্ম পীড়া ও একজিমার প্রধান চরিত্রগত লক্ষণ– মোটা মামড়ি ও চটাপূর্ণ উদ্ভেদের ভিতর চামড়ার ন্যায় গাঢ় চটচটে পূঁজ সঞ্চয়।

(২) ইহার পূঁজে ভীষণ দুর্গন্ধ বাহির হয়। এমনকি মোটা মোটা চটাগুলির ভিতরে অনেক সময় পোকাও জন্মাইতে দেখা যায়।

(৩) মেজেরিয়ামে পূঁজ জন্মে আর রাসটক্সে রস জন্মে।

(৪) যে সকল শিশুর মাথায় একজিমা তাহাদের উদরাময়ে এটি অধিক ভাল কাজ করে।

                 psorinum

(১) একজিমায় খুব চুলকানি থাকে। চুলকাইবার পর জল ও রস নির্গত হয়।

(২) ইহার রোগীর শরীরে চর্ম খুব অপরিষ্কার থাকে এব স্নান করিবার পরও শরীরের দুর্গন্ধ বিদূরির হয় না।

(৩) চর্ম রোগ প্রায়ই শীতকালে বাড়ে। ঠান্ডা সহ্য হয় না, শীত কাতর, এই ধাতুর রোগীতে ইহা অধিক উপকারী।

                 Sulphur

(১) খুঁজলি, পাঁচড়া, বিখাউজ নানা প্রকার চর্ম পীড়া। 

(২) অত্যন্ত চুলকানি, যতই চুলকায় ততই চুলকানি বাড়ে। চুলকানির পর জ্বালা।

(৩) রোগী গরমে কাতর, স্নান করিতে চায় না, স্নানে তাহার সকল রোগ যন্ত্রণা বৃদ্ধি। 

                   Tellurium

মাথা, মুখে শরীরের বিভিন্ন স্থানে রিং দাদ অর্থাৎ গোলাকার দাউদে অত্যন্ত চুলকানিতে ইহা মহৌষধ। 

                   Dolichos

শরীরে কোন প্রকার উদ্ভেদ নাই তবুও ভীষণ চুলকানি। যত চুলকায় ততই চুলকানি বাড়ে। উদ্ভেদ বিহীন চুলকানিতে ডলিকস উত্তম ঔষধ।

**বিঃদ্রঃ চিকিৎসকের  ব্যবস্থাপত্র ছাড়া কোন ওষুধ গ্রহণ করবেন না**

2