কোমর বেদনায় হোমিও চিকিৎসা

কোমর বেদনায় হোমিও চিকিৎসা

কোমর বেদনায় হোমিও চিকিৎসা – কোমর বেদনা কি?

কোমর বেদনা রোগ বিবরন :

ইহা হঠাৎ আক্রমন করে। চলিতে ফিরিতে বসা হইতে উঠিতে, দাঁড়ানো থেকে বসিতে নুইতে কোন দ্রব্য তুলিতে হঠাৎ কোমরে ব্যথা আরম্ভ হয়।

রোগী সোজা হইয়া দাঁড়াইতে বা হাঁটিতে পারে না। 

কোমর বেদনায় হোমিও চিকিৎসা কিছু মেডিসিন এর লিস্ট দেয়া হলঃ-

ফেরাম মেটালিকম (Ferrum Metelicum) :

রক্তহীন ফেকাশে চেহারা, শীত কাতর এই প্রকৃতির রোগীদের কোমর বেদনা সন্ধ্যায় পর হইতে বাড়িতে থাকে।

বিছানায় শুইয়া থালিলে আরো বৃদ্ধি পায়। আস্তে আস্তে চলাফেরা করিলে বেদনা কিছুটা উপশমে ইহা উপযোগী।

১- ক্যালি কার্ব (Kali Carb) :

অত্যন্ত শীত কাতর, মোটা-সোটা, কোমর ব্যথায় রোগী হাঁটিয়া চলিতে মাঝে মাঝে বসিয়া পরে। না বসিয়া অনেক দুর চলিতে পারে না।

কোমর ব্যথা সারাক্ষন থাকে। বেদনা ঠান্ডায় বৃদ্ধি, রাতে তিনটার পর বৃদ্ধি। জোরে চাপিয়া বা টিপিয়া ধরিলে কিছুটা আরাম পায়।

২- ইউপিয়ন (Eupion) :

কোমর ব্যথা, উঠিতে বসিতে ভীষন কষ্ট, কোন কিছু না ধরিয়া দাঁড়াইতে বা বসিতে পারে না। এই ঔষধ ব্যবহারে বহু রোগী আরোগ্য হইয়াছে।

৩- ব্রাইওনিয়া এলব (Bryonia Alb) :

গরম কাতর, খিট খিটে রাগী স্বভাব, রোগী কোমর ব্যথায় চুপ করিয়া বসিয়া বা শুইয়া থাকিলে আরাম, নড়াচরা চলা ফেরায় কোমর ব্যথার বৃদ্ধিতে ইহা উপযোগী।

৪- রাস টক্স (Rhus TOx) :

শীত কাতর রোগী কোমর বেদনা, শয়ন থেকে উঠিতে, বসা থেকে দাঁড়াইতে অর্থাৎ প্রথম চলিতে কোমর ব্যথা বাড়ে। কিন্ত পরে চলিতে হাঁটিতে নড়াচরা করিতে বেদনার লেশ মাত্র থাকে না। চুপ করিয়া থাকিলে বৃদ্ধি নড়াচরায় উপশমে ইহা অব্যর্থ।

৫- আর্নিকা মন্ট (Arnica Mont) :

ভারী বোঝা উত্তেলন করিয়া পা ফসকাইয়া পরিয়া, উঁচু থেকে নীচু নামিয়া অথবা কোমরে কোন প্রকার আঘাত লাগিয়া কোমর টনকিয়া গেলে, উঠিতে, দাড়াইতে, চলিতে ব্যথা হইলে আর্নিকা অব্যর্থ।

কোমর বেদনায় হোমিও চিকিৎসা পথ্য ও আনুষাঙ্গিক ব্যবস্থা

আক্রান্ত স্থানে সরিষার তৈল মালিশ করিলে উপকার হয়।  রুটি, হালুয়া, খেজুর, কিসমিস বিভিন্ন ফল সুপথ্য। মাংস, ডিম, টক আহার নিষিদ্ধ।

বিঃদ্রঃ- ডাক্তারের পরার্মশ ছাড়া ঔষধ খাবেন না।ডাক্তারের পরার্মশ ছাড়া ঔষধ খেয়ে বিপদ ঢেকে আনবেনা।অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন, সুস্থ থাকুন

2