আর্জেন্টাম নাইট্রিকাম কি?
আর্জেন্টাম নাইট্রিকাম – উৎস : খনিজ।
কাতরতা : গরম কাতর +++ শীতকাতর +
মায়াজম : এন্টি-সোরিক +
এন্টি-সিফিলিটিক ++
এন্টি-সাইকোটিক +++
এন্টি-টিউবারকুলার +
ধরণ : ব্যক্তিলক্ষণ কেন্দ্রিক,
পলিক্রস্ট ও ক্রণিক ঔষধ।
আক্রান্তদিক :
বামদিক থেকে ডানদিক আক্রান্ত হয়।
আর্জেন্টাম নাইট্রিকাম
ঔষধের নামের মধ্যেই ঔষধের মূল লক্ষণসমূহ অন্তর্নিহিত আছে যথা :
ARGENT – NIT
A : Anxiety : আশঙ্কা।
R : Rapidly : দ্রুতবেগে।
G : Gestures : অঙ্গভঙ্গি করা।
E : Excitement : উত্তেজনা।
N : Nervous : সহজে বিচলিত।
T : Time passes slowly, delusions :
ভ্রান্ত ধারণা, সময় ধীরে যায়।
N : Noise intolerance : গোলমাল অসহ্য।
I : Irritability : বিরক্ত।
T : Thinking aggravation : চিন্তায় বৃদ্ধি।
সদৃশ :
Argent অর্থ নিখুঁত।
Nit অর্থ তুচ্ছ ব্যাপারে।
ARGENT-NIT অর্থ তুচ্ছ বা সামান্য ব্যাপারে নিঁখুত বা খুঁতখুঁতে।
নাইট্রেট অব সিলভার নামক পদার্থ উজ্জল, পরিষ্কার ও সুন্দর। হয়তো সে কারণেই এর থেকে তৈরিকৃত ঔষধ আর্জেন্ট-নাইট এর রোগীরাও পরিচ্ছন্ন ও খুঁতখুঁতে !
ঔষধটি নির্বাচন করা ও মনে রাখার সহজ থিম :
কতগুলো শব্দের পূর্বে খুব শব্দটি যোগ করলে আর্জেন্টাম নাইট্রিকাম ঔষধটি নিশ্চিতভাবে নির্বাচন করা যায়।
কি বিশ্বাস হচ্ছে না’ত ! দেখুন যারা হোমিওপ্যাথি বিশ্বাস করে না, তারা জটিল সমস্যায় পড়লে ২/৪ ডোজ হোমিওপ্যাথি খেয়ে যেমন স্বীকার করতে বাধ্য হয়, হোমিওপ্যাথিক দারুন কাজ করে।
ঠিক তেমনি যারা খুব শব্দটির উপর আস্থা আনতে পারছেন না তাদেরকে আজ খুব শব্দটি কয়েক ডোজ খাওয়াবো। একটু পরে স্বীকার করবেন খুব শব্দটি দারুণ কাজ করেছে। ডোজ শুরু হলো, দেখা যাক কি ফলাফল হয়।
যথা :
১. খুব মিষ্টি পছন্দ কিন্তু খুব অসহ্য।
২. খুব লবণ পছন্দ।
৩. খুব পিপাশা।
৪. খুব গরম কাতর।
৫. খুব মুক্তবাতাস পছন্দ।
৬. খুব জেদি, একগুঁয়ে।
৭. খুব অনমনীয়।
৮. খুব তাড়াহুড়া।
৯. খুব টেনশন।
১০. খুব খুঁতখুঁতে।
১১. খুব আশংকা।
১২. খুব নিদ্রা বা অনিদ্রা।
১৩. খুব হুলুস্থল বাঁধায়।
১৪. খুব বুদ্ধিবৃত্তি ও আবেগ (ডা. কেন্ট)।
১৫. খুব শীর্ণস্বাস্থ্য-শিশুদের।
ব্যাস হয়ে গেল আর্জেন্ট-নাইট্রিকাম নির্বাচন।