আঁচিলের চিকিৎসায় হোমিওপ্যাথির ভুমিকা
আঁচিলের চিকিৎসা আর আঁচিল এক প্রকার অর্বুদ বা টিউমার জাতিয় যা চর্মের উপর জন্মে ।
ছোট, বড়, নিরেট, ফাঁটা ফাঁটা, ফুল কপির মত বা সূচালো । আচিঁলে কোন রূপ কষ্ট হয় না ।
তবে দেখতে বিশ্রি দেখায়, কারোর ক্ষেত্রে রস ঝড়ানোর আঁচিলও দেখতে পাওয়া যায় ।
আঁচিলের চিকিৎসা করার জন্য ব্যবহৃত ঔষধসমুহ লক্ষণ অনুসারে আলোচনা করা হল
থুজা :
আঁচিলের চিকিৎসা রোগীর দেহে ফুলকপির মতো ফাঁটা ফাঁটা, খাঁজ কাটা ও শক্ত হলে এক্ষেত্রে থুজা অব্যর্থ একটি মহৌষধ ।
আঁচিলের চিকিৎসা ও কষ্টিকাম :
যদি রোগীর নাকে, মুখে, বুকে বা শরীরে বহুদিনের পুরাতন আঁচিল তাহা নরম আকারে ছোট বা ক্ষুদ্র । দেখতে চেপ্টা, কিংবা সূচালো হয় । সাধারণত : এটি চোখের পাতায়, নাকের ডগায়, ঘারে, হাতের আংগুলে ও নখের ধারে হয় । তবে মনে রাখতে হবে থুজার বিফলতায় কুষ্টিকাম ভালো কাজ করে ।
ষ্ট্যাফেসাইগ্রিয়া :
বদ মেজাজী, ভীরু স্বভাব, শীতকাতর, অতিরিক্ত কামাতুর । এই ধাতুর রোগীর শরীরে বিভিন্ন স্থানে ডুমুর বা ফুলকপির মতো বড়ো ধরণের আঁচিল বা উপমাংসের সহিত রোগীর একজিমা ও দাঁতের রোগ বর্তমান থাকে । সেই ক্ষেত্রে ষ্ট্যাফিসাইগ্রিয়া ঔষধ ভাল কাজ করে।
নাইট্রিক_অ্যাসিড :
দুর্গন্ধ রক্তস্রাবী, ফুল কপির ন্যায় আকৃতি । অতি সহজেই রক্তপাত হয় । আদ্র ও শক্ত । সিফিলিটিক আঁচিলের ক্ষেত্রে উপযোগী ।
আঁচিলের চিকিৎসা ও ক্যালকেরিয়া কার্ব:
আংগুলের পাশে আঁচিল । মূখমন্ডলে, গ্রীবায় এবং শরীরের উপরাংশের সম্পুর্ণ আঁচিল ।
গন্ডমালা ধাতুগ্রস্থ ব্যক্তি, ঘর্মপ্রবল, হাইড্রোজেনোয়েড ধাতু বিশিষ্ট ।
মোটা থল থলে মেদ পূর্ণ শীত কাতর রোগীদের ক্ষেত্রে এ ঔষধ কার্যকরী ।
অরাম_মিউর:
জিহবায় আঁচিলের শ্রেষ্ঠ ঔষধ । মল দ্বারে ও জননেন্দ্রিয়ের আঁচিলেও উপকারী ।
এসিড_নাইট :
গুদ্য দ্বারে, লিংগে, অন্ডকোষে, কুচকুচিতে, চোখের পাতায় ।
এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে ছোট বড় ফুল কপির মত আঁচিল, স্পর্শে রক্ত পড়ে ।
গুপ্ত স্থনে আঁচিল দুর্গন্ধ রস ঝড়ে । রক্তস্রাবী আঁচিলে এটি একটি অব্যর্থ মহৌষধ ।
সিনাবেরিস :
শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন আকার আঁচিল । আঁচিল হতে রক্তপাত হলে এটি অব্যর্থ হিসেবে কাজ করে ।
ডালকামরা :
আঁচিলের হোমিও চিকিৎসাবর্ষাকালের আবহাওয়া, ভিজা ঠান্ডা থেকে সৃষ্টি । চর্ম ও গ্রন্থির উপর ভালো কাজ করে । গ্রন্থির প্রদাহ, বড় বড় মসৃণ আঁচিল, হাতের পিঠে আঁচিলের ক্ষেত্রে এ ঔষধ অব্যর্থ ।
আঁচিলের ব্যাপারে আমরা অনেক সময় আমলে নিইনা । কিন্তু এটি যে কোন সময় টিউমার আকার ধারণ করতে পারে সেটার ব্যাপারে আমরা সচেতন নয় । কাজেই আঁচিল হলে আমাদের সর্তক হওয়া উচিত ।
বিঃদ্রঃ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোন ওষুধ গ্রহণ করবেন না**